নিজস্ব প্রতিবেদকঃ
ইসরায়েলে আটক থাকার পর অবশেষে দেশে ফিরেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে তিনি ভোর ৫টার কিছু পর বাইরে আসেন এবং সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, গ্লোবাল সামুদ ফ্লোটিলায় অংশ নিয়ে গাজায় মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি এই যাত্রায় অংশ নিয়েছিলেন।
শহিদুল বলেন, গাজার মানুষের ওপর এখনো হামলা চলছে। নির্যাতন থামেনি। আমরা কেউই আমাদের দায়িত্ব থেকে অব্যাহতি পাইনি—এ লড়াই চলতেই থাকবে।
বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্ত থেকে যারা তাকে মুক্ত করার দাবিতে সোচ্চার হয়েছেন, দোয়া ও ভালোবাসা জানিয়েছেন—তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এই মানবাধিকারকর্মীকে।
এর আগে স্থানীয় সময় শুক্রবার দুপুর আড়াইটায় তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড