নাছিমা খাতুন,ক্রাইম রিপোর্টারঃ
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের মাসকান্দা পাবই গ্রামের মোঃ আঃ আজিজ ফকির এর ছেলে নুরুল ইসলাম ফকির ( ৫৪) বাদী হয়ে গত ১৯/৫/২৫ ইং তারিখে পূর্বধলা থানার একটি মামলা করেন একই গ্রামের মৃত ইন্তাজ আলী ফকির এর ছেলে মোঃ আব্দুল কুদ্দুছ ফকির ও তার ছেলে মোঃ রুমন ফকির আসামি করে। পূর্বধলা থানার মামলা নং ২৫ /১৮১ মামলার সূত্রে জানা যায় গত ১৩/৬/২৫ তারিখ প্রায় ১১.৩০ মিনিটে নুরুল জাম পারতে যায়। পূর্বের শত্রুতা জেরধরে উল্লেখিত তারিখে কথা কাটাকাটি লেগে এক পর্যায় দেশি অস্ত্র সস্ত্র নিয়ে আক্রমণ করে। এসময় নুরুল ও তার ভাতিজা মোঃ আরিয়ান (১২) গুরুত আহত হয়। আহত ব্যক্তিদের চিৎকারে আশেপাশে লোকজন দ্রুত এগিয়ে এসে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে।পূর্বধলা উপজেলা হাসপাতালে নিয়ে যায় সেখানকার কর্মরত ডাঃ রোগীর অবস্থা শোচনীয় দেখে উন্নত চিকিৎসার জন্য, রোগী কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতে নুরুল ইসলাম ফকির বাদী হয়ে মামলা করেন। উক্ত মামলাটি বিচারের আশায় কোর্টে ঘুরছে। মামলাটির বিচার কার্যক্রম বিঘ্ন সৃষ্টি লক্ষ্য উদ্দেশ্য প্রতিপক্ষের ১ নং আসামি পুত্রবধূ মোছাঃ শারমিন আক্তার জলি বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালত পূর্বধলা , নেত্রকোনা একটি মামলা দায়ের করেন একই গ্রামের প্রতিপক্ষ মোঃ শহীদ মিয়া (৪৫) ও নুরুল ইসলাম ফকির (৫৫) আসামি করে। যাহার- সি.আর. মোঃ.নং ৩৬৬(১)২০২৫ । এই নিয়ে পুরো এলাকায় জুড়ে আলোচনা সমালোচনা ঝড় উঠে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও মানবাধিকার কর্মীগণ তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে গ্রাম ও এলাকাবাসী কাছে জানতে চাইলে তারা সত্যতা স্বীকার করে বলেন, নুরুল মামলার বিষয়টি আমরা গ্রামবাসী সকলেই অবগত আছি।কিন্তু ইতিমধ্যে যে মোঃ আব্দুল কুদ্দুছ ফকির এর ছেলে মিজানুর রহমান এর স্ত্রী মোছাঃ শারমিন আক্তার জলি বাদী হয়ে যে ঘটনা নিয়ে মামলা করেছে তা গ্রামবাসী অবগত নেই এমন কোন ঘটনা আমরা কেউ শুনিনি । নিজেরা নাটক সাজিয়ে মামলা করছে। এ ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপার এবং স্থানীয় প্রশাসনের সু দৃষ্টি কামনা করছে ভুক্তভোগী পরিবারবর্গ ও গ্রামবাসী।যারা তারা হলেন মোঃ আব্দুল খালেক শেখ, শ্রী রবিন চন্দ্র সূত্রধর, মোঃ আইজুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম, মোছাঃ বিলকিস বেগম, তাসলিমা আক্তার, রাশিদা আক্তার,
সানিয়া আক্তার, শিল্পী আক্তার, নার্গিস আক্তার, তানিয়া আক্তার, মোঃ আক্কাস মিয়া, হাজী আব্দুল হাই ফকির, মোঃ খোরশেদ ফকির, মোঃ শরিফ মিয়া সহ প্রমুখ।ছবিটি গুরুত আহত আরিয়ান পরিবারবর্গ ।