ধুনট প্রতিনিধিঃ
মানবতার সেবায় “রক্তের প্রয়োজনের সবার পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসা প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে অনুষ্ঠিত হয় আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন।
অনুষ্ঠানটি আল খিদমাহ কওমী ওয়েলফার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের প্রধান নির্বাহী মুফতী আশেকে এলাহী শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন অত্র সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব হাফেজ মাওলানা আরিফুল্লাহ দাঃ বাঃ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম দাঃ বাঃ, মুহতামিম, ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল খালেক দাঃ বাঃ, সিনিয়র শিক্ষক, ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসা;
মুফতি সৈকত আহমাদ দাঃ বাঃ, ইমার্জেন্সি সার্ভিস কো-অর্ডিনেটর, আল-ইহসান কওমী হেলথ সার্ভিস নেটওয়ার্ক;
এবং মাওলানা হাফেজ রবিউল ইসলাম দাঃ বাঃ, সেক্রেটারি, আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের চিফ মেন্টর হানজালা আজাদী, সহ-সভাপতি মাওলানা মাসুদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, অর্থ সম্পাদক জিহাদ আল হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
ক্যাম্পেইনে দুই শতাধিক ছাত্র ও শিক্ষক তাদের রক্তের গ্রুপ নির্ণয় করান এবং ভবিষ্যতে রক্তদানে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা জানান, রক্তদান কেবল একটি সামাজিক দায়িত্ব নয়; এটি একটি ইবাদত, মানবতার প্রতি ভালোবাসা ও সহানুভূতির বাস্তব প্রকাশ।
মুফতী আশেকে এলাহী শিবলী বলেন, “মানুষের প্রাণ রক্ষা করা ইসলামের দৃষ্টিতে মহৎ কাজ। আমরা চাই প্রতিটি যুবক মানবতার টানে এগিয়ে আসুক, রক্তদানে অভ্যস্ত হোক।”
অনুষ্ঠানটি আয়োজন করে আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক, সহযোগিতায় আল খিদমাহ কওমী ওয়েলফার ফাউন্ডেশন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড