ভোলাহাট প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গত কয়েকদিনে সাপে কেটে অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছে, এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সর্বশেষ গতকাল (মঙ্গলবার) উপজেলার আলালপুর গ্রামের একজন এবং খাড়োবাটরা গ্রামের একজন সাপে কেটে মৃত্যুবরণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাটি কৃষিনির্ভর হওয়ায় বর্ষাকাল ও ফসল কাটার মৌসুমে সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার ভ্যাকসিন (Anti-venom) পর্যাপ্ত পরিমাণে নেই। ফলে সাপে কাটা রোগীদের দ্রুত চিকিৎসা দিতে সমস্যা দেখা দিচ্ছে।
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের দাবি, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলকভাবে মজুত রাখতে হবে। প্রয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে নিয়মিত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে কোনো রোগী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়।
ভোলাহাট উপজেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষজন বলেন,সাপে কাটে গ্রামে, কিন্তু ভ্যাকসিন থাকে শহরে এটা যেন আর না হয়। আমরা চাই আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই জরুরি চিকিৎসা পাওয়া যাক।”
এদিকে, উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে তারা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে এবং শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড