ক্রীড়া ডেস্কঃ
বাংলাদেশ ক্রিকেটারদের দারুণ সুখবর দিল আইসিসি। আইসিসি র্যাঙ্কিংয়ে একসাথে সাত ক্রিকেটারের দারুণ উন্নতির খবর দিল ক্রিকেটের এই সংস্থাটি। বুধবার (৮ অক্টোবর) প্রকাশিত আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এই উন্নতির খবর প্রকাশ করা হয়।
আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে বল হাতে বড় সাফল্য পেয়েছেন নাসুম আহমেদ। তিনি বোলারদের র্যাঙ্কিংয়ে ৮৭ ধাপ উপরে উঠে এসে প্রথমবারের মতো শীর্ষ ১০০-র মধ্যে জায়গা করে নিয়েছেন। বর্তমানে তার অবস্থান ৪৪তম, রেটিং পয়েন্ট ৫২৫।
এছাড়া তানজিম হাসান সাকিব তিনি ৯ ধাপ এগিয়ে এখন ৩৩ নম্বরে। ২১ ধাপ উন্নতি করে শরিফুল ইসলাম যৌথভাবে অবস্থান করছেন ৪৯তম স্থানে। বোলারদের মধ্যে বাংলাদেশের সেরা অবস্থানে রয়েছেন মুস্তাফিজুর রহমান, যিনি আছেন ১২তম স্থানে।
অন্যদিকে ব্যাটসম্যানদের তালিকাতেও দেখা গেছে সুখবর। ১৭ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠেছেন সাইফ হাসান। তানজিদ তামিম ৬ ধাপ এগিয়ে এখন ৩৭তম স্থানে। এছাড়া পারভেজ ইমন ও শামীম পাটোয়ারীও উন্নতি করেছেন; তারা যথাক্রমে ১৮ ও ৮ ধাপ এগিয়ে আছেন ৫৩তম ও ৯১তম স্থানে।
বর্তমান টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা, আর বোলারদের তালিকায় সবার ওপরে আছেন ভারতের ভারুন চক্রবর্তী। বাংলাদেশ সিরিজে ৬ উইকেট নেওয়া আফগান লেগ স্পিনার রাশিদ খান ৬ ধাপ উন্নতি করে এখন দ্বিতীয় স্থানে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড