বিশেষ প্রতিনিধিঃ
গাজার অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক ফ্লোটিলা অভিযানে অংশ নিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম। আটকের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেন।
ভিডিওতে শহিদুল আলম বলেন, ‘আমি শহিদুল আলম। বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনি যখন এই ভিডিও দেখছেন, আমরা তখন সমুদ্রে আটক। আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে—যারা মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সব কমরেড ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যান।’
এই অভিযানে অংশ নেওয়া নৌযানগুলোকে ‘সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টা’র অভিযোগে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। জাহাজ এবং যাত্রীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ‘আইনগত নৌ অবরোধ ভাঙার একটি ব্যর্থ চেষ্টা রোধ করা হয়েছে। জাহাজ ও যাত্রীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ এবং নিরাপদে আছেন।’
এর আগে গত সপ্তাহেও গাজায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করায় ‘সুমুদ ফ্লোটিলা’ নামে একটি বড় নৌবহর আটক করে ইসরায়েলি বাহিনী। ওই অভিযানে থাকা ৪৭৯ অধিকারকর্মীর বেশিরভাগকেই পরবর্তীতে ফেরত পাঠানো হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড