ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ
গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের তত্বাবধানে ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় জেলা তথ্য অফিস মাদারীপুর এর আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন/'২৫ এর কর্মশালা অনুষ্ঠিত হলো মঙ্গলবার ০৭ সেপ্টম্বর) সকালে মাদারীপুরের সরকারী সমন্বিত ভবনের মাল্টিপারপাস হলরুমে। জেলায় কর্মরত প্রায় ৬০ জন গণমাধ্যম কর্মীদের নিয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ও সভাপতির আসন গ্রহন করে উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে উপস্থিত সাংবাদিকবৃন্দ, অন্যান্য অতিথি ও সুধীবৃন্দ কে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্যে টাইফয়েড জ্বরের ভয়াবহতা, টিকাগ্রহণের গুরুত্ব এবং করনীয় সম্পর্কে আলোকপাত করেন মাদারীপুর জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার। তিনি তার বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, জনকল্যানে ইউনিসেফের সহায়তায় সরকার কর্তৃক গৃহীত এ বিষয়টিকে আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে গণমাধ্যমে তুলে ধরে সবাইকে জানার সুযোগ করে দিবেন, তাহলে সবচেয়ে বেশী উপকৃত আপনাদের মাদারীপুর বাসি। আমরা চাই ৯ থেকে ১৫ বছর বয়সী সকল শিশু টাইফয়েড এর টিকাদান কর্মসূচীর আওতায় আসুক, কেউ যেনো টিকা থেকে বাদ না যায় এবং টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে বিকলাঙ্গ পঙ্গু অথবা মৃত্যুবরণ না করে। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধান, পরিকল্পনা ও উপস্থাপনার দায়িত্বে ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ বেনজীর আহম্মেদ এবং মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংবাদিকদের এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ষ্টেকহোল্ডার উল্লেখ করে টাইফয়েডের টিকাদান কর্মসূচী যা'তে ব্যাপক প্রচার পায় সে লক্ষ্যে সাংবাদিকদের বিশেষভাবে অনুরোধ রেখে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ও মাদারীপুর পৌরসভা প্রশাসক হাবিবুল আলম, মাদারীপুরে সিভিল সার্জন ডাঃ মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিগার সুলতানা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকতা মোঃ শহীদুল ইসলাম মুন্সী। মাদারীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকেরা।
অনুষ্ঠান থেকে সাংবাদিকদের কাছে এ সংক্রান্ত বিভিন্ন বক্তব্য ও প্রশ্ন করার আহবান করা হলে অনেকেই টাইফয়েড জ্বর কেনো হয়, টাইফয়েড জ্বরের টিকার কার্যকারিতা কতটুকু, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, বয়স্কদের কেনো এ টিকা দেয়া হবে না, এ টিকার উৎপাদনকারী দেশ কোনটি, বয়স্করা কেনো এ টিকার আওতায় পড়বে না বা বয়স্কদের এ টিকা দেবার সম্ভাবনা আছে কিনা, এ টিকার বাজার মূল্য কত ইত্যাদি সংক্রান্ত অনেক প্রশ্ন করে এ সম্পর্কে জানতে চাইলে তাদের বিভিন্ন প্রশ্নের জবাব ও ব্যাখ্যা দেন মাদারীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ খলিলুর রহমান। তাকে সহায়তা করেন জেলা তথ্য অফিসার বেনজীর আহম্মেদ ও মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠান চলাকালীন সময়ে ডিজিটাল পর্দায় ভার্চুয়ালি ঢাকা থেকে যোগদান করেন গণসংযোগ অধিদপ্তর ( কারিগরি ও প্রশিক্ষণ) এর উপ-পরিচালক কাজী শাম্মিনাজ আলম। তিনি বলেন, ১২ ই অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে টাইফয়েডের টিকাদান কর্মসূচী শুরু হবে। এ প্রেক্ষিতে আজকে উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহনের জন্য সাংবাদিক সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। পরিশেষে জনহিতকর এমন উদ্যোগ গ্রহনের জন্য ক্যাম্পেইনে অংশগ্রহণ করা সাংবাদিকরা সরকার, তথ্য মন্ত্রলায়, গনযোগাযোগ অধিদপ্তর, মাদারীপুর জেলা ও পুলিশ প্রশাসন, সিভিল সার্জন জেলা তথ্য অফিস সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড