প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ৩:৩২ অপরাহ্ণ
মাদকের অভয়ারণ্য মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়ন
ষ্টাফ রিপোর্টারঃ
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৩নং পায়রাবন্দ এখন মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে।নারী জাগরণের অগ্রদূত মহসীনারী বেগম রোকেয়ার জন্ম স্থান রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৩ পায়রাবন্দ ইউনিয়ন জুড়ে চলছে মাদক, জুয়া, চাঁদাবাজী,সহ নোংরা রাজনীতির খেলা।ইউনিয়নে জুড়ে গুটি কয়েকজন ব্যাক্তি এই ইউনিয়ন নিয়ন্ত্রণ করছে বছরের পর বছর ধরে। সরকার পরিবর্তন হলেও এই ইউনিয়নের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নী।
সরকারের দেওয়া সকল প্রকার সুযোগ সুবিধা গ্রহণ করে চলছে ক্ষমতা সম্পুর্ন ঐসব ব্যাক্তিরা।রংপুর সিটি করপোরেশনের সঙ্গে লেগে থাকা এই ইউনিয়নে মাদক সম্রাটদের আতুর ঘর প্রায় ৮ টি স্পষ্টে দিনে কিংবা রাতে যে কোনো সমায় হাত বাড়ালেই গাঁজা, ফেনসিডিল, হিরোয়িন,কিংবা ইয়াবার মত মরণ নেশার মাদক মেলে।এছাড়াও ইউনিয়নে বাল্য বিবাহ,বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।এছাড়াও এই ইউনিয়নে কয়েকটি বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেখান থেকে এই অদৃশ্য প্রভাবশালী ব্যাক্তিদের ইশারায় প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে যেটা প্রশাসনের নব -দর্পনে রয়েছে।সর্বোপরি নারী জাগরণের অগ্রদূত মহসীনারী বেগম রোকেয়ার জন্ম ভিটায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের নানান অনিয়ম ও দুর্নীতি গোটা ইউনিয়ন জুড়ে সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে। গত ৩ দিন ঘুরে সরেজমিনে ঐ ইউনিয়নের কয়েকটি পাড়া মহল্লার স্হানীয় বাসিন্দার সাথে কথা বলে জানাগেছে - বিগত সরকারের আমল হতে শুরু করে এখন পর্যন্ত এই ইউনিয়নটি গুটি কয়েকজন ব্যাক্তির নিয়ন্ত্রণে তাদের কাছে জিম্মি রয়েছে।ইউনিয়নের আইন শৃঙ্খলা নিয়েও সাধারণ মানুষের মাঝে নানান ধরনের অভিযোগ রয়েছে তারা জানায় - প্রশাসন সবকিছু জানার পরে-ও তাদের কাছে অভিযোগ করলে তারা প্রকাশ্য প্রতিবাদ করতে বলে এবং লোক দেখানো কাজ করে দায়সারে। বিষয় গুলো নিয়ে ৩ নং ইউপি চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি সব বিষয় অবগত আছি বলে স্বীকার করে, তিনি বলেন এগুলো নিয়ে একাধিক বার মাসিক মিটিংএ আলোচনা করেও প্রশাসনের উদাসীনতা লক্ষ করেছেন।ইউনিয়ন বাসী অবিলম্বে নারী জাগরণের অগ্রদূত মহসীনারী বেগম রোকেয়া এই ইউনিয়ন কে সকল অনিয়মের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের উর্ধতন কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত