নাছিমা খাতুন সুলতানা,ক্রাইম রিপোর্টারঃ
নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলাধীন ২ নং আশু জিয়া ইউনিয়নের সিংহেরগাঁও কান্দাপাড়া গ্রামের মৃত আনছর মুন্সি ছেলে আবুল কালাম মিয়া হত্যা মামলার বাদী বিচারের আশায় আদালতে ঘুরছে। ইতিমধ্যে জানা যায় গত ৬/১২/২৪ ইং তারিখ শুক্রবার প্রায় ১২.৩০ শে বাড়ি সামনে পৈত্রিক জমি ডোবা থেকে মাছ ধরে তারেই ভাতিজা একই গ্রামের মৃত ফজলু মিয়া ছেলে মোঃ লিটন মিয়া। মাছ ধরা কে কেন্দ্র করে উভয় পক্ষ কথা কাটাকাটি লেগে, ঝগড়া জড়িয়ে পড়ে এবং লিটন মিয়া গুরুত আহত হয়। মহিলাদের জন্য চিৎকার শুনে পাড়ার লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধার করে।কেন্দুয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনা থানায় অভিযোগ দাখিল করতে গেলে কিছুক্ষণ পর খবর যায় যে তারা হত্যা করে থানার মামলা করতে গিয়েছে এই খবর প্রশাসন শুনে সঙ্গে সঙ্গে তিন জনকে থানা পুলিশ আটক করে। পরে পুলিশ ঘটনা স্থানে এসে আবুল কালাম এর মৃতদেহ সূরাত হাল রিপোর্ট তৈরি করে এবং পোস্ট মেডাম জন্য মর্গে প্রেরণ করেন। এই ঘটনায় মৃতক কালাম এর স্ত্রী মোছাঃ জুসনা আক্তার বাদী হয়ে কেন্দুয়া থানার একটি লিখিত অভিযোগ দ্বারেল করেন প্রতিপক্ষ মোঃ লিটন মিয়া সহ ৪ জনে নাম উল্লেখ ও অজ্ঞাত ৩/৪ আসামি করে। কেন্দুয়া থানার মামলা নং ৬ । যারা থানায় আটক হয়ে ছিলেন যারা তারা হলেনঃ মোঃ লিটন মিয়া, মোছাঃ মনোয়ার আক্তার, সোনিয়া আক্তার পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। এরমধ্যে ২ মহিলা জামিনে মুক্তি পায়। পরে সোনিয়া আক্তার বাদী হয়ে গত ৫/৫/২৫ ইং তারিখে বিজ্ঞ কেন্দুয়া আমলী আদালত,নেত্রকোনা মামলা দায়ের করেন। প্রতিপক্ষ মোঃ মারুফ মিয়া সহ ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০/১২ কে আসামি করে। যাহার সি,আর, মোঃ নং ১০৭(১) ২৫ । এব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা সুদৃষ্টি কামনা করছে ভুক্তভোগী পরিবার বর্গ। প্রকাশ থাকে যে যে কোন সময় দুর্ঘটনা আশঙ্কা… চলবে নেত্রকোনা আদালতের ছবি সংযুক্ত