রিয়জ মিয়া,রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠি কাঠালিয়া পশ্চিম ছিটকি মাধ্যমিক বিদ্যালয় মাঠে(সাতানী বাজার) ৫ অক্টোবর রবিবার বিকাল ৩ ঘটিকায় জাকের পার্টির জিন্দাবাদ জনসভা রেলি অনুষ্ঠানিত হয় সভাপতি করেন (মোঃ কামরুল হাওলাদার) সভাপতি জাকের পার্টি কাঠালিয়া উপজেলা,বক্তব্য রাখেন | মিশন প্রদান( আলহাজ্ব সৈয়দ আবু বক্কর সিদ্দিক)জাকের পার্টি ঝলকাঠি জেলা সভাপতি,(মোঃ ফারুক আহমেদ) জাকের পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক বরিশাল বিভাগ,
(মোঃ মেহেদি হাসান)জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ঝালকাঠি জেলা সভাপতি,(মোঃ শাহরিয়া সীমান্ত)জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি,(মোঃমারুফ মাসুম) সাধারণ সম্পাদক জাকের পার্টি ঝালকাঠি জেলা,(মোঃ খলিলুর রহমান নয়ন) সাংগঠনিক সম্পাদক ঝালকাঠি জেলা,(মোঃ লুৎফর রহমান) সভাপতি জাকার পার্টি রাজাপুর,বক্তারা বলেন আপনাদেরকে আহ্বান করে জানাচ্ছি জাকের পার্টি পতাকার নিচে আসুন জাকের পার্টি আদর্শ পার্টি জাকের পার্টি শিক্ষাদান করে জাকের পার্টি আদর্শ কি আপনারা জানেন বর্তমান জামানা খুব খারাপ জবানা চলছে আরো বলেন এই দেশের ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর ওলী মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানী নিয়ে আসছিল সেই বাণী নাম ছিলো তৌফিদে বাণি তৌফিদে বাণী হ্যালো শান্তির বানি কোন মসজিদ কোন মাদ্রাসার আগুন দিয়ে নয়ে তৌহিদী জনতার কাজ না তৌহিদী জনতার কাজ শান্তি গেমি মানুষের শান্তি দেওয়া জাকের পার্টির মাধ্যমে শান্তি পাবেন আরো বলেন জাকের পার্টির নেতৃবৃন্দ যারা আছে তারা কারো কাছ থেকে চাঁদা আদায় করে না আরো বলেন ৩৬ বছর পর আমাদের মাজে এমন একটা সময় এসেছে এই সমাজকে পরিবর্তন করার সময় এসেছে তাই আবুবক্কার ভাইকে গোলাপ ফুল মাকরায়ে ভোট দিয়ে জয়যুক্ত করবেন |
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড