টাংগাইলে প্রতিনিধি :
২০১৭-২০২৪ সালের ব্যাংক লুটপাট ও অদক্ষ কর্মকর্তাদের অপসারণের দাবিতে গ্রাহকদের প্রতিবাদ টাঙ্গাইলের এলেঙ্গায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে অপসারণের দাবিতে সোমবার বেলা ১১টায় এই মানববন্ধন কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এস আলম গ্রুপ প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তা নিয়োগ দিয়ে ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এর ফলে গ্রাহকরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন এবং ব্যাংকের সেবার মান দিন দিন নিম্নমুখী হচ্ছে।
বক্তারা আরও বলেন, দেশের বৃহৎ একটি ব্যাংক গ্রাহক আস্থাহীনতায় ভুগছে। এই পরিস্থিতি চলতে থাকলে ব্যাংকের অস্তিত্ব সংকটে পড়বে। তাই অবিলম্বে অদক্ষ কর্মকর্তাদের অপসারণ এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় সরকারের কার্যকর হস্তক্ষেপের দাবি জানান তারা।