রাজাপুর প্রতিনিধিঃ
“সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার ঐতিহ্যবাহী চাড়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫।
গতকাল রবিবার, ৫ অক্টোবর সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল—কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সম্মিলিত মধ্যাহ্নভোজ।
প্রধান শিক্ষক বিশ্বজিৎ অধিকারী কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন“শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, জীবনের মূল্যবোধ শেখানোই একজন শিক্ষকের প্রকৃত দায়িত্ব। আমরা তাদের মানুষ হিসেবে গড়ে তুলতে চাই—যারা হবে আগামী দিনের আলোকবর্তিকা।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন খান এবং ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক রিয়াজুর ইসলাম।
তারা শিক্ষকদের সম্মান, দায়িত্ব ও দেশের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা নিয়ে হৃদয়গ্রাহী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন শিক্ষক মোঃ জহিরুল ইসলাম।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান, ও নৃত্যের মাধ্যমে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
দিনটির শেষ পর্বে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এক আনন্দঘন মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও স্মরণীয়।
এই আয়োজন ছিল শুধুমাত্র দিবস উদযাপন নয়, বরং একজন আদর্শ শিক্ষক ও নৈতিক শিক্ষার গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড