দামুড়হুদা প্রতিনিধিঃ
ভয়ঙ্কর মাদক হিসেবে পরিচিত ট্যাপেন্টাডল ট্যাবলেটের একটি বড় চালান পাচারের সময় চুয়াডাঙ্গার দর্শনা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত শেখ মিন্টু হোসেনের (৪২) কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪০০ পিস ট্যাপেন্টাডল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
দিনের আলোতেই অভিযান, আটককের স্থান আলামিনের চায়ের দোকান ঘটনাটি ঘটেছে আজ রবিবার (৫ অক্টোবর) দিনের বেলায়, বেলা আনুমানিক ১২টার দিকে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন কেরু শান্তি পাড়া রোডস্থ আলামিনের চায়ের দোকানের সামনে ওৎ পেতে ছিল।
অভিযানের নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক বদরুল হাসান। তিনি এবং তার সঙ্গে থাকা কর্মকর্তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী শেখ মিন্টু হোসেনকে আটক করতে সক্ষম হন।
মিন্টু হোসেন দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। শপিং ব্যাগে ৪০ পাতা 'পেইন কিলার' আটকের পর তার হাতে থাকা একটি সাধারণ শপিং ব্যাগ তল্লাশি করা হয়।
আর সেই ব্যাগ থেকেই বেরিয়ে আসে মাদকের চালান। কর্মকর্তারা দেখতে পান, ব্যাগের ভেতরে রয়েছে ৪০টি করে ট্যাপেন্টাডলের পাতা। প্রতিটি পাতায় ১০টি করে ট্যাবলেট থাকায় মোট ৪০০ পিস 'পেইন কিলার' হিসেবে ব্যবহৃত এই নিষিদ্ধ নেশাদ্রব্যটি জব্দ করা হয়।
সাম্প্রতিক সময়ে ট্যাপেন্টাডল সহজলভ্য ও মারাত্মক আসক্তি সৃষ্টিকারী মাদক হিসেবে দেশের যুব সমাজের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে। এর অপব্যবহার রোধে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেই এই চালানটি ধরা পড়লো।
মামলা দায়ের ও আইনি প্রক্রিয়া এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দর্শনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
আটককৃত শেখ মিন্টু হোসেনকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ রোববার (০৫ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টায় এক বিজ্ঞপ্তিতে এই সফল অভিযানের তথ্য নিশ্চিত করেছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড