মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুরে পুত্রের অত্যাচারে অতিষ্ট হয়ে নিজ বাড়ি ছেড়ে কন্যার বাড়িতে আশ্রয় নিয়েছেন হতভাগ্য পিতা। ১ মাস যাবত কন্যার বাড়িতে অবস্থান করে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়ামাসিমপুর ইউনিয়নের হাছিয়া (বৈরাগীর কুঠি) গ্রামের কৃষক গোলজার আলীর (৮১) ৪জন ছেলেমেয়ে। সবারই বিয়ে হয়েছে। স্ত্রীকে নিয়ে আলাদা থাকেন। সৎ ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মেয়ের বাড়িতে আশ্রয় নেওয়া স্ত্রী'র ও সম্প্রতি মেয়ের ঘরেই মৃত্যু বরণ করেন। এরপর তিনি একা হয়ে পড়েন । এরই মধ্যে ছেলে রাশেদুল ইসলাম এলাকায় বলাবলি করছেন- মৃত্যুর আগে সৎ মায়ের নামে থাকা আবাদীয় ২৪ শতকের মধ্যে ২৩ শতক এবং বসতবাড়ির ২২ শতকের মধ্যে ১৫ শতক জমি দলিল করে নিয়েছেন। এসব জমি তিনি জোর করে ভোগদখলে নেন। সেই সাথে বৃদ্ধের বাঁশ-ঝাড়, বসতবাড়ি ও অবশিষ্ট জমিও দখলে নেন। রান্নাঘর ভেঙ্গে ফেলেন। ছেলে ও পুত্রবধূর অত্যাচারে অতিষ্ট হয়ে ওই বৃদ্ধ এক মাস আগে গোপালপুর ইউনিয়নের ছোট বান্দেরপাড়া গ্রামে মেয়ের জামাই কামরুজ্জামান জিয়ার বাড়িতে আশ্রয় নিয়েছেন। এ ঘটনায় বৃদ্ধ গোলজার আলী মেয়ে জামাইয়ের সহায়তায় মিঠাপুকুর থানায় অভিয়োগ দিয়েছেন। মেয়ে জামাই কামরুজ্জামান জিয়া বলেন, রাশেদুল ইসলাম জমিজমা দখল করে নিয়েছে, যেটুকু অবশিষ্ট রয়েছে, সেটুকুও নিয়েছে। রান্নাঘরও ভেঙে দিয়েছে। শ্বশুরের প্রতি নিয়মিত অত্যাচার করেছে। সৎ বোনদের অংশও অবৈধভাবে দাবি করে জোর করে দখলে নিয়েছেন। এটা চরম অন্যায়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে রোগ শোকে কাতর হয়ে আমার শাশুড়িও আমার ঘরে আশ্রয় নিয়েছিলেন।সম্প্রতি তিনি আমার বাড়িতেই মৃত্যু বরণ করেছেন।
এ বিষয়ে কথা হলে বালুয়ামাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া আলোকিত নিউজকে জানান, রাশেদুলের বিষয়টি ওনার সৎ বোন জামাই জিয়াউর রহমানের কাছে মৌখিকভাবে অভিযোগ পেয়ে সেখানে আমি গ্রাম পুলিশ পাঠিয়েছিলাম,থানা পুলিশও ঘটনাস্থলে এসেছিল। যতটুকু জানতে পেরেছি তা পারিবারিক সম্পতিগত বিরোধ। এভাবে পিতার উপরে অত্যাচার করে কোনো সন্তান তার সম্পতির ভাগ পায়না। যা পাওয়ার তা সন্তানের পিতার প্রতি ভালবাসা আর সম্মান দিয়ে অর্জন করে নিতে হয়। অত্যাচার করে নয়।
মিঠাপুকুর থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন,‘বৃদ্ধের অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড