আইয়ুব আলী-চলনবিল প্রতিনিধিঃ
এনটিআরসিএর গঠনের পূর্বে বেসরকারী মাধ্যমিক স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক নিয়োগের ভরসা ছিল ম্যানেজিং কমিটির সভাপতি বা প্রতিষ্টান প্রধানের কানেকশন। কানেকশন করতে কমিটির সভাপতি বা প্রতিষ্টান প্রধানের সন্তান,আত্বীয়তার সম্পর্ক অথবা অর্থের বিনিময়ে সংযোগ স্থাপন করা হতো। এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ অবশ্য স্বচ্ছ,সুশৃঙ্খল,যোগ্যতা ও মেধাভিত্তিক হয়েছে।
পতিত স্বৈরাচারের ২০১৮ ও ২০২৪ এর বিনাভোটের জাতীয় সংসদ নির্বাচনে অর্থের বিনিময়ে কানেকশন করা বসন্তের কোকিলেরা প্রার্থী হয়ে মাঠে এসে ভোট কেটে এমপি হন।গনতন্ত্র পুনঃপ্রতিষ্টার এই মাহেন্দ্রক্ষণে জনগন নিশ্চয়ই কোন বসন্তের কোকিলকে তাদের পবিত্র আমানতটি তুলে দিবেন না।সিরাজগঞ্জ-৩ আসন রায়গঞ্জ-তাড়াশ- সলংগার ধানের শীষের অক্সিজেনখ্যাত বিএনপি’র ত্যাগী নেতাকর্মী ও সাধারণ জনগন কোন বসন্তের কোকিলকে প্রার্থী হিসেবে দেখতে চায়না। ২০১০ সালে রায়গঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি’র প্রার্থী থাকা সত্তেও জামায়াতের প্রার্থী নির্বাচিত হয়েছিল। কানেকশন ছাড়া আর কি কি যোগ্যতা থাকলে বিএনপি’র মনোনয়ন পাওয়া সম্ভব। শুধু কানেকশনের বলেই কি যেকেউ খেয়াল খুশীমত সিরাজগঞ্জ-৩ থেকে প্রার্থী ঘোষনা করতে পারেন। যা নিয়ে জনগনের মাঝে হাস্যরসের সৃষ্টি হচ্ছে। সিরাজগঞ্জ-৩ আসন রায়গঞ্জ-তাড়াশ-সলংগা থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন ৯০’এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক,চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রী কলেজের ১৯৮৮,১৯৯১ ও ১৯৯৪ সালে বিপুল ভোটে নির্বাচিত সাবেক ভিপি,উপজেলা ছাত্রদল,উপজেলা যুবদলের সভাপতি,রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন,সিরাজগঞ্জ জেলা বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,আওয়ামীলীগ আমলে ২০১৪ সালে বিপুল ভোটে নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান, ১৭ টি রাজনৈতিক মামলার আসামী,০৬ বার গ্রেফতার হয়ে কারা নির্যাতিত,ফখরুদ্দিনেরর আমলে দেওয়াল লিখতে গিয়ে গ্রেফতার হয়ে তিন বছরের জেল যা ০৬ মাস পর জামিন হয়।সর্বশেষ ২৩ সালে র্যাবের অভিযানে গ্রেফতার হলে রিমান্ডে এনে নির্যাতন করে সারা শরীরে মরিচের গুড়া লাগানো হয়েছিল। আওয়ামী সন্ত্রাসীদের হামলায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ফিরে আসা মজলুম জননেতা ভিপি আইনুল হক মনোনয়ন প্রত্যাশী হয়ে জনসংযোগ করে চলেছেন।
আমার মতো ক্ষুদ্র বিএনপি’র কর্মী বা মিডিয়া কর্মী হিসেবে গত ২২ সেপ্টেম্বর দৈনিক আলোকিত নিউজে চার জন মনোনয়ন প্রত্যাশী নিয়ে রিপোর্ট করেছিলাম তার মধ্যে তিনজনকে ইতিমধ্যেই গুলশান কার্যালয়ে সাক্ষাতকারের জন্যে ডাকা হয়েছিল।আমার কাছে শুধু আমার দৃষ্টির জরিপ আর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ৫/৬ টি সংস্থার জরিপ আছে যেখানে,ভুল হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। রায়গঞ্জ-তাড়াশ-সলংগার মানুষ মনে করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিবেন।সিদ্ধান্ত নিতে ভুল করলে এর মাশুল দলকেই দিতে হবে,অতএব সাধু সাবধান!
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড