ধোবাউড়া প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন পশনানন্দনপুর গ্রামে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বাবুল মিয়া নামে ওই ব্যক্তির বিরুদ্ধে কটুক্তির অভিযোগ ওঠে। এ সময় ক্ষুব্ধ তৌহিদী জনতা তাঁকে আটক করে প্রথমে কলসিন্দুর আইনুল উলুম মাদ্রাসায় নিয়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ওসি (তদন্ত) এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমরান সালেহ পিন্সসহ উপজেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড