পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ইসলামপুর কালীবাড়ি এলাকায় ডাস্টবিন ও গোবরের স্তুপ ঘিরে ভয়াবহ জনদুর্ভোগ তৈরি হয়েছে। দুর্গন্ধ, বিষাক্ত পোকামাকড় ও সাপের উপদ্রবে এলাকার পরিবেশ হয়ে উঠেছে বসবাসের অযোগ্য। প্রতিদিনই বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ ও ক্ষোভ।
স্থানীয়রা অভিযোগ করে জানান, রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনায় পথ চলাই এখন যেন এক দুর্বিষহ অভিজ্ঞতা। সরু রাস্তার ধারে গড়ে ওঠা ডাস্টবিন থেকে ময়লা উপচে পড়ে, যার কারণে শিশু-বৃদ্ধসহ সব পথচারী বিপাকে পড়ছেন। স্কুলগামী শিক্ষার্থীরাও প্রতিনিয়ত এই ভোগান্তির শিকার হচ্ছেন।
এক ভুক্তভোগী বাসিন্দা বলেন, "আমাদের পাড়ায় আশেপাশের কিছু বাড়ি থেকে জানালা দিয়ে ন্যাপকিনসহ নানা ধরনের বর্জ্য রাস্তায় ছুঁড়ে ফেলা হয়। এসব বর্জ্যে কুকুর, গরু ভিড় জমায়, আর রাতে সাপ ও বিষাক্ত পোকামাকড় রাস্তায় চলে আসে। ভয়েই ঘুমাতে পারি না।"
অভিযোগ রয়েছে, রাস্তার পাশে যে জায়গায় ডাস্টবিন বসানো হয়েছে, তা ব্যক্তিমালিকানাধীন। জমির মালিক আনজারুল ইসলাম বলেন, “আমার অনুমতি না নিয়েই এখানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে, এতে পুরো পাড়া দুর্ভোগে পড়েছে।”
এদিকে, এলাকাবাসী এই সমস্যা নিয়ে পৌরসভা ও উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং অভিযোগের জেরে 'তুষার' নামের এক ব্যক্তি নিজেকে পৌরসভার লোক পরিচয় দিয়ে ভুক্তভোগীদের হুমকি-ধমকি দিচ্ছেন। তবে স্থানীয়দের দাবি, তুষার কোনো সরকারি কর্মকর্তা নন, তিনি দালালচক্রের অংশ হিসেবে কাজ করছেন।
এক নারী বলেন, “আমরা সমস্যার কথা বলতে গিয়েছিলাম, অথচ উল্টো তুষার আমাদের অপমান করেছে। সে কি সত্যিই সরকারি লোক, নাকি নাম ভাঙিয়ে দালালি করছে?”
অবিলম্বে ইসলামপুর কালীবাড়ি এলাকার ডাস্টবিন অপসারণ বা অন্যত্র সরিয়ে নেওয়া, তুষারের ভূয়া পরিচয় তদন্ত এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।
জনস্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, থানা, র্যাব ও সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ এখন সময়ের দাবি হয়ে উঠেছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড