ধোবাউড়া প্রতিনিধিঃ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। স্থানীয় রাজ্জাকের চা স্টল থেকে শুরু হওয়া আগুন মুহূর্তের মধ্যেই পাশের আরও তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। চোখের পলকে দোকানগুলো আগুনে ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে ধোবাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থেকে রক্ষা পাওয়া গেলেও ব্যবসায়ীরা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পুনর্বাসনে সহায়তার আশ্বাস দিয়েছে।