আব্দুল্লাহ আল রোমান,নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: ইদ্রিস মিয়ার নেতৃত্বে পোগলা ইউনিয়নের পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করা করছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এসময় তিনি কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের মহোদয়ের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম খোকন, পোগলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব জামিল রিপন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হিরন মিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল রোমান, যুবদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক গাফফার, যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন, মিলন আকন্দ, জিন্নাতুন ইসলাম জিন্না, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদ ফরহাদ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, ছাত্রদল সভাপতি রুপন মন্ডল, ছাত্রদল নেতা পামেল মন্ডল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মো: ইদ্রিস মিয়া বলেন, “আমি কেন্দ্রীয় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ভাইয়ের সার্বিক নির্দেশনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের খোঁজখবর নিচ্ছি। একই সঙ্গে তাদের প্রতি শুভেচ্ছা বার্তাও পৌঁছে দিচ্ছি।”
তিনি আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই ধারাবাহিকতায় আজ ব্যক্তিগত উদ্যোগে পূজামণ্ডপগুলোতে অনুদান দিয়েছি।”
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড