রিয়াজ মিয়া,রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার বাঘরী এলাকায় আজ সকাল ১০টায় বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা (গভঃ রেজিঃ নং-১২/৯৫), রাজাপুর থানা শাখার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ আবুল কালাম (আজাদ), মাননীয় সচিব, জেলা সশস্ত্র বাহিনী বোর্ড, বরিশাল। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সেনা সদস্য সার্জেন্ট ক্লার্ক (অবঃ) মোঃ আলতাফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মেজর মোঃ আবুল কালাম (আজাদ) বলেন,"দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীর সাবেক সদস্যরা শুধু চাকরি নয়, জীবন উৎসর্গ করেছেন। তাঁদের জন্য একটি সুসংগঠিত ও সম্মানজনক সংগঠন গঠন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।"
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট ক্লার্ক (অবঃ) মোঃ আলতাফ হোসেন বলেন"১৯৯৫ সাল থেকে আমি এই সংস্থার সঙ্গে কাজ করে আসছি। আমাদের মূল লক্ষ্য হলো অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের একত্রিত করা, পরস্পরের পাশে থাকা এবং প্রয়োজনে সহায়তা করা। কেউ মৃত্যুবরণ করলে যেন সেনাবাহিনী রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা নিতে পারে এটি আমাদের অন্যতম দায়িত্ব। জানাজা নামাজের ছয় ঘণ্টা আগে ক্যাম্পে খবর পৌঁছালে সেই ব্যবস্থা সম্ভব হয়। এছাড়া, সরকারও প্রতিটি দাফনের জন্য ৩০,০০০ টাকা অনুদান দিয়ে থাকে।"
এ সময় শতাধিক সাবেক সেনা সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলে মিলে প্রাক্তন ও বর্তমান সকল সেনা সদস্যের মঙ্গল কামনায় দোয়া করেন এবং তবারক বিতরণ করা হয়।
এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, যেখানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা আবারও একত্র হয়ে জাতীয় স্বার্থে ও পারস্পরিক সহযোগিতার বন্ধন দৃঢ় করার অঙ্গীকার করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড