পার্বতীপুর প্রতিনিধিঃ
১৭টি মাদ্রাসার শিক্ষার্থী ও হাফেজদের অংশগ্রহনে
দিনাজপুরের পার্বতীপুরে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাসিক কুরআন মশক্ব। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পুরাতন বাজারস্থ জাহাঙ্গীর নগর হালিমা এরাজ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম দিনাজপুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ রাইহানুল ইসলাম এবং প্রধান প্রশিক্ষক হাফেজ মাওলানা আব্দুল হাকিম সাহেব (দাঃবাঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিমা এরাজ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব এম এ ওহাব।
মশক্ব অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রায় ১৭টি প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে হাফেজ ও শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত, মাখরাজ ও তাজবীদের যথাযথ উচ্চারণ ও নিয়ম শিখে অনুশীলন করেন।
বক্তারা বলেন, "এই ধরনের নিয়মিত কুরআন মশক্ব শিক্ষার্থীদের শুদ্ধ কুরআন শিক্ষা অর্জনে সহায়ক ভূমিকা রাখছে। একইসঙ্গে তাদের মধ্যে ধর্মীয় নৈতিকতা ও আল্লাহভীতির গুণাবলী বিকাশে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখে।"অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড