মুন্সীগঞ্জেঃপ্রতিনিধিঃ
গজারিয়া উপজেলা মেঘনা নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানব বন্ধন করেছে স্থানীয়'রা, বিক্ষোভ করে উপজেলা নির্বাহী অফিসার এর কার্য্যলয়ে এসে প্রতিবাদ জানান।
গজারিয়া উপজেলা পরিষদের সামনের সড়কে নয়ানগর-বালুচর গ্রামবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে গ্রামের হাজারো নারী পুরুষ অংশ গ্রহণ করে,যেখানে ছাত্র,যুবক থেকে শুরু করে শিশু,বৃদ্ধদেরও দেখা যায়।
মানববন্ধনে অংশ গ্রহণকারী ষাটোর্ধ নারী সালেহা বলেন,প্রতি বছর বছর অবৈধ ভাবে বালু উত্তোলন এর ফলে আমাদের গ্রামের মসজিদসহ বাড়িঘর ভাঙ্গনের মুখোমুখি,আমাদের পাশে কেউ নাই, সরকারের কাছে অনুরোধ আমরা নদীর এই অংশে বালু মহাল চাই না,আপনারা আমাদের সহায়তা করুন।
পিন্টু নামে এক যুবক বলেন,আমাদের আর কোন পথ নেই,বাপ দাদার ভিটা রক্ষায় যদি আমাদের জীবন দিতে হয় তবু আমরা প্রস্তুত,রাতের আধারে যদি এক সাথে ২৫/৩০টা ড্রেজার গ্রামের তীরবর্তী এসে বালু উত্তোলন করে তাহলে আমাদের দুটো ছোট গ্রাম বিলিন হতে এক মাস সময়ও লাগবে না,আমাদের আর কোন পথ নাই আন্দোলন করা ছাড়া।
দিবা নামে এক মধ্যবয়সী নারী বলেন,আমরা নারী পুরুষ মিলে একাধিক বার বাঁধা দিলেও তাঁরা বাঁধা মানছে না,দুই গ্রামের দুই শতাধিক বাড়িঘর হুমকির মুখে,আমরা ছেলে মেয়ে নিয়ে আতংকে দিন যাপন করছি।
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন,আমি গ্রামবাসী নারী পুরুষ এর কথা শুনেছি,তাঁরা জানিয়েছেন বালু উত্তোলন এর ফলে তাদের বাড়িঘর হুমকির মুখে,এটি একটা সরকার অনুমোদিত একটি বালুমহাল,আমরা বালু উত্তোলন এর জন্য স্থান চিহ্নিত করে দিয়েছি তবে ইজারাদার কর্তপক্ষ জানিয়েছেন একটি গ্রুপ অনৈতিক সুবিধা গ্রহণের জন্য অপ প্রচার চালাচ্ছে,আমরা জেলা প্রশাসক মহোদয় সার্বিক বিষয় অবগত করেছি,তবে ইজারাদার যদি নিয়ম অমান্য করে নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন তবে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড