নান্দাইল প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজা। মৃৎশিল্পীর তুলির শেষ আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দুর্গা প্রতিমার পরিপূর্ণরূপ। মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। দম ফেলার সময় নেই মৃৎশিল্পীদের। ২৮শে সেপ্টেম্বর রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এ মহোৎসব এবং বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী ২ অক্টোবর পাঁচ দিনব্যাপী উৎসবের শেষ হবে। প্রতি বছরের ন্যায় এ বছরও ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১টি পৌরসভাসহ ১২টি ইউনিয়নে মোট ২৯টি পূজামণ্ডপে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উদযাপন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিটি মণ্ডপে মূর্তি স্থাপন, আলোকসজ্জা ও ডেকোরেশনের কাজ শেষ হয়েছে। ভাস্কর শিল্পীরা প্রতিটি প্রতিমাগুলোকে বিভিন্ন রঙ ও মনের মাধুরী দিয়ে সাজিয়ে তুলেছেন। দূর্গাপূজা উৎসব পালনকারীরা তথা ভক্তবৃন্দরা নিজেদেরকেও নতুন রূপে সাজাঁতে ইতিমধ্যে নতুন নতুন বস্ত্র ক্রয় সহ নানা ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নান্দাইল পৌর সভা সহ ১২টি ইউনিয়নে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। টানা চার দিনের সরকারি ছুটি উৎসবের আনন্দকে যেন আরও বাড়িয়ে তুলবে এমন ধারনা করছে উৎসবকারীরা।
এ বিষয়ে নান্দাইল উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট কমিটির সদস্য সচিব ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাবেক যুবদল নেতা বাবু পল্লব রায় জানিয়েছেন, নান্দাইল পৌর সদরে ১০টি মণ্ডপ রয়েছে, যার মধ্যে থানা কালীবাড়ি, চন্ডীপাশা বর্মণপাড়া, নান্দাইল বাজার সার্বজনীন অন্যতম। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে আরও ১৯টি পূজামণ্ডপে উৎসবের আয়োজন করা হয়েছে।
এছাড়া নান্দাইল পূজা উদযাপন ফ্রন্ট কমিটির আহ্বায়ক দিলীপ কুমার সাহা জানান, সুশৃঙ্খল পরিবেশে পূজা উদযাপনের জন্য তারা প্রশাসনের সুদৃষ্টি ও সকলের সহযোগিতা কামনা করছেন।
এদিকে, দুর্গাপূজাকে কেন্দ্র করে নান্দাইলে সার্বিক নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সার্বক্ষণিক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। পাশাপাশি ভলেন্টিয়ার সদস্যরাও কাজ করবেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড