বান্দরবান সদর প্রতিনিধিঃ
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে বান্দরবানের বিখ্যাত কেওক্রাডং পর্যটনকেন্দ্র। আগামী ১ অক্টোবর থেকে এ পাহাড়ি পর্যটনকেন্দ্র ভ্রমণকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানের মেঘলা পর্যটনকেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযানের উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।
জেলা প্রশাসক জানান, পর্যটন শিল্পের বিকাশ ও পর্যটকদের ভ্রমণকে আরও নিরাপদ করতে আগামী ২৯ সেপ্টেম্বর একটি সেমিনারের আয়োজন করা হবে। সেখানে ট্যুর গাইড, পর্যটকবাহী গাড়ি, হোটেল-মোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট সবাইকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে রুমা ও থানচি উপজেলার দুর্গম এলাকায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশন্যাল ফ্রন্টের (কেএনএফ) তৎপরতা বেড়ে যাওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ওইসব এলাকায় পর্যটনকেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা প্রশাসন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড