আন্তর্জাতিক ডেস্কঃ
জাতিসংঘের পক্ষ থেকে অবৈধ ইসরায়েলি বসতিতে সরাসরি কার্যক্রম চালানো কোম্পানিগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত এই তালিকায় বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোও রয়েছে, যার মধ্যে আছেন এয়ারবিএনবি, বুকিং ডটকম, মটোরোলা সলিউশন্স ও ট্রিপ অ্যাডভাইজর।
তালিকায় মোট ১১টি দেশের ১৫৮টি কোম্পানি উল্লেখ আছে। এদের মধ্যে বেশিরভাগই ইসরায়েলভিত্তিক, বাকিগুলো কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রভিত্তিক
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, পশ্চিমতীরে ইসরায়েলি বসতি স্থাপন নীতি ‘যুদ্ধাপরাধের শামিল’ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে মানবাধিকারের লঙ্ঘনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জাতিসংঘ জানায়, যে কোম্পানিগুলো বসতিতে নির্মাণকাজ, নজরদারি, উচ্ছেদ বা কৃষিজমি ধ্বংসের সঙ্গে যুক্ত, শুধুমাত্র তাদেরই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, এই তালিকা কোনো বিচারিক বা আধা-বিচারিক প্রক্রিয়া নয়; এটি মূলত সংঘাতপূর্ণ অঞ্চলে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর দায়িত্ববোধ সামনে আনার একটি উদ্যোগ।
প্রথম তালিকা ২০২০ সালে প্রকাশিত হয়। শুরু থেকেই এই প্রক্রিয়া নিয়ে বিতর্ক রয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জাতিসংঘের পদক্ষেপকে কঠোর সমালোচনা করে। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ এটিকে ‘একটি লজ্জাজনক আত্মসমর্পণ’ হিসেবে অভিহিত করেছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড