বিশ্বনাথ প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবিতে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামাতের বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাংলাদেশ জামাতে ইসলামির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার (২৬শে সেপ্টেম্বর) বিকেল ৩:০০ ঘটিকায় বিশ্বনাথ পৌর শহরের প্রবাসী চত্তর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশাল করেছে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামাতে ইসলামি, সংখ্যক নেতা কর্মী উপস্তিত ছিলেন।।শুরা সদস্য ও সিলেট-২ আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, ‘দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা আশা করেছিলাম এই সরকার জনগণের সরকার, জনগণের কাজ করবে। আমরা এখন কি দেখছি? জামায়াতে ইসলামী বাধ্য হয়ে, সব দল বাধ্য হয়ে এখন রাস্তায় নামতে হচ্ছে। যারা প্রাণের বিনিময়ে এই দেশকে দ্বিতীয় স্বাধীনতা দিলো, এই জুলাই বিপ্লবের শহীদদের আইনী ঘোষণা দেওয়া হচ্ছে না। হাজার হাজার আহত ভাইবোনেরা আহত হয়ে কাতরাচ্ছে, তাদের চিকিৎসা পর্যন্ত করা হচ্ছে না। তাদের চিকিৎসার জন্য এই সরকারকে আমরা হুশিয়ার করে দিতে চাই, জুলাই বিপ্লবের আনুষ্ঠানিক আইনি ঘোষণা ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। জামায়াতে ইসলামী ও অপরাপর রাজনৈতিক দল সবাই বুঝতে পেরেছে, এদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই স্বৈরাচার বিদায় হবে। অতএব, এই সরকারও এখন ফাঁদে পড়ে যাচ্ছে। আমরা সরকারকে হুশিয়ার করে দিতে চাই, ফাঁদে পা দিবেন না। আমরা এখনও বিশ্বাস করি, এই সরকার বাংলাদেশের আটারো কোটি মানুষের সরকার। আপনারা জনগণের কাতারে আসুন। জনগণের ভাষা বুঝার চেষ্টা করুন।’
অধ্যাপক আব্দুল হান্নান আরও বলেন, ‘আমরা সব সময় বলে আসছি, নির্বাচন হবে লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে। সবার জন্য সমান হবে। এ জন্য যে সংস্কার করার প্রয়োজন ছিল, মানুষকে নিয়ে ৫ দফা দাবি আদায় করে ছাড়বে। দাবিগুলো না মানা পর্যন্ত নির্বাচন হতে দেওয়া যাবে না। সংগ্রামের মাধ্যমেই স্বৈরাচারকে বিদায় করবো। আজ সারা দেশব্যাপী সরকারকে যে লালকার্ড দেখানো হলো, এতে আপনারা সাবধান হয়ে যান। আমাদের যেন আবার সংগ্রাম করতে না হয়। আবার যদি সংগ্রামের ডাক দিতে হয়, তাহলে আপনাদের দশা কি হবে আমরা বুঝতে পারছি না।'
বাংলাদেশ জামাতে ইসলামির কেন্দ্র ঘোষিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা-এই ৫ দফা বাস্তবায়নের দাবিতে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে সেক্রেটারি মতিউর রহমান ও পৌর জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমানের যৌত পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ জাহেদুর রহমান, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম, সিলেট পশ্চিম জেলা ছাত্র শিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক আহমদ হামিম।
আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক ও নায়েবে আমীর আব্দুস সোবহান প্রমুখ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড