নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরের হাট চকগৌরী বাজারে জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে মো. লিয়াকত সরদার নামের একজনকে খুন করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় নিহতের বিয়াই মঞ্জুরুল বাদী হয়ে তাই পাঁচ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের পর মো. সাঈদ হোসেন নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত সাঈদ হোসেন উপজেলার স্বরুপপুর গ্রামের মোঃ আনিসুর রহমানের ছেলে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার উপজেলার স্বরুপপুর গ্রামের মঞ্জুরুল আলমের জমিতে গিয়ে দেখেন তার রোপনকৃত ধান জমিতে ধান নাই। এরপর সে হাট চকগৌরী গেলে একই গ্রামের প্রতিপক্ষ আনিসুর রহমানের সাথে দেখা হয়। সেখানে তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আনিসুরের ছেলে সাঈদ মঞ্জুরুলকে হত্যার উদ্দেশ্য দেশীয় অস্ত্র সুলপী দিয়ে হামলা করলে মঞ্জুরুল দৌড়ে পালিয়ে যায়। সেখানে থাকা তার বেয়াই লিয়াকত সরদারের পেটে সুলপীটি ঢুকিয়ে দেয় সাঈদ। এতে সে মারাত্মক ভাবে আহত হন। সে সময় হাটের লোকজন সাঈদকে গণ পিটুনি দিয়ে লিয়াকতকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন। এ সময় বাজারে উপস্থিত লোকজনের গণপিটুনি খেয়ে সাঈদও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে লিয়াকতের মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহিন রেজা বলেন, মামলা দায়ের হওয়ার পর আটককৃত সাঈদ হোসেন নওগাঁ সদর হাসপাতালে ভর্তি ছিলেন। ভিকটিমের মৃত্যুর খবর শুনে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে সকাল ১০ টার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেসময় আমরা নওগাঁ সদর থেকে তাকে আটক করি এবং বেলা তিনটার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড