বজলুর রহমান,শিবচর (মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে আসন্ন মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়ন উপলক্ষে এদের সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।
সভায় মা ইলিশ সংরক্ষণ অভিযানকে সফল করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বিত ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জেলেদের সচেতনতা বৃদ্ধি, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ সম্পূর্ণরূপে বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইবনে ফেরদৌস যিনি মা ইলিশ সংরক্ষণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার এইচ. এম. ইবনে মিজান বলেন,
"মা ইলিশ সংরক্ষণ কেবল আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য নয়, দেশের অর্থনীতিকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সকলের সহযোগিতা ছাড়া এ অভিযান সফল করা সম্ভব নয়।"
আগামী অক্টোবর মাস থেকে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ থাকবে বলে সভায় জানানো হয়। এ সময় জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথাও উল্লেখ করা হয়।
সভা শেষে মা ইলিশ রক্ষায় মাঠপর্যায়ে তদারকি জোরদার এবং জনসচেতনতা কার্যক্রম বৃদ্ধির জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড