
আব্দুল হালিম খোকন,ধোবাউড়া প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলীয়া টু কাপাশিয়া ব্রিজের পাশের ব্লক ভেঙে যাওয়ায় সড়কটি চরম ঝুঁকির মধ্যে পড়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন পোড়াকান্দুলীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মনজরুল হক মনজু।
এ সময় তিনি বিষয়টিকে অত্যন্ত জরুরি কাজ হিসেবে বিবেচনা করে তৎক্ষণাৎ থানা সাব-ইঞ্জিনিয়ারকে অবহিত করেন। সাব-ইঞ্জিনিয়ার দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, পোড়াকান্দুলীয়া-কাপাশিয়া ব্রিজটি দুই জেলার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। তাই দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ বাড়বে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে।