নাছিমা খাতুন সুলতানা,নেত্রকোনাঃ
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাঁটি গ্রামে পূর্বের ফুটবল খেলা কে কেন্দ্র করে দুপক্ষের হাতাহাতি ও খিলাখিলি থানার মামলা শিক্ষকগণ ও এলাকাবাসী ক্ষুব্ধ । সূত্রে জানা যায় গত ১৪/৯/২৫ ইং তারিখ প্রায় ২ দিকে এসময় মোঃ হাবি মিয়া ছেলে বাশাটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মোঃ মনির মিয়া আহত হয়। এই ঘটনার আহত মনির এর বাবা মোঃ হাবি মিয়া বাদী হয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন একই গ্রামের প্রতিপক্ষ মোঃ জয় মিয়া সহ ৬ জন কে আসামি করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার এসআই ঘটনার স্থান পরিদর্শন করে। এই নিয়ে পুরো এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও মানবাধিকার কর্মী গণ তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে গ্রাম,এলাকাবাসী ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গণ এর কাছে জানতে চাইলে তারা সত্যতা স্বীকার করে বলেন উল্লেখিত তারিখে প্রাথমিক বিদ্যালয়ের কাছে মাঠের কোণার হঠাৎ চিৎকার শুরু হয়। দ্রুত বিদ্যালয়ের কক্ষ থেকে শিক্ষকগণ এগিয়ে যান এবং উভয় পক্ষ কে ঝগড়া থেকে বিরত থাকতে বলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক গণ ও এলাকাবাসী দ্রুত গ্রাম্য সালিশের উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু শালিশ এড়িয়ে গিয়ে আহত বাবা থানার মামলা করে দেন। উক্ত মামলাতে কয়েকজন শিক্ষককে সাক্ষী রাখা হয়। সাক্ষীর ব্যাপারে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক ও শিক্ষকগণ বলেন একজনকে সাক্ষী রাখতে হলে আগে তার কাছ থেকে মতামত নিতে হয় কিন্তু হাবি মিয়া মামলার সাক্ষী দিয়েছে আমরা কিছুই জানি না এবং কার সাথে যে প্রথম ঝগড়া লাগছে তাও আমরা জানিনা। প্রকাশ থাকে যে তো ঘটনা পরিপ্রেক্ষিতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা চলবে
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড