শিবচর (মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী এবং সর্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে শিবচর উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের এক সম্প্রীতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবচর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক জহের গোমস্তা, আবু জাফর চৌধুরী, শাহিদুল ইসলাম দিপু, শাহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান), সদস্য আজমল হুদা চৌধুরী ইথু, উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সর্বজনীন উৎসব। সকল ধর্মের মানুষ মিলেমিশে যাতে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।
উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা বলেন,
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। শিবচরও সেই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমানের নির্দেশে আমরা সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে বদ্ধপরিকর। শিবচর উপজেলা বিএনপি সর্বদা আপনাদের পাশে রয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন,
"আপনারা নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। কোনো ধরনের সমস্যা হলে আমাদের জানাবেন। আমরা সবসময় আপনাদের পাশে থেকে সহযোগিতা করব।
অনুষ্ঠানে বক্তারা শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড