ষ্টাফ রিপোর্টারঃ
৪৩ বছরের দেশের ঐতিহ্যবাহী ও দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্লাটফর্ম সাংবাদিকদের আস্থার নির্ভরযোগ্য সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে মাদারীপুর জেলা শাখার দক্ষ, মেধাবী, কঠোর পরিশ্রমী, ক্ষুরধার লেখনির বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারক ও বাহক সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীর-কে উক্ত সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে সাংগঠনিক সচিব (অর্গানাইজিং সেক্রেটারী) নির্বাচিত করায় মাদারীপুর জেলা শাখা জাতীয় সাংবাদিক সংস্থা, মানবাধিকার সংঘঠন, পেশাজীবী ও সুধীবৃন্দের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছায় উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাদারীপুর পৌরসভার ডিজিটাল আধুনিক হলরুমে বুধবার (২৪ শে সেপ্টেম্বর) বিকালে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ও মাদারীপুর পৌরসভা প্রশাসক জনাব হাবিবুল আলম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী মাদারীপুর জজকোর্ট এর জিপি এ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতি (মস্তফা) বিশিষ্ট আইনজীবী ও পিপি শরীফ মোঃ সাইফুল কবীর, জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মাহাবুবুর রহমান বাদল, অন্যতম উপদেষ্টা সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, উপদেষ্টা মিজানুর রহমান পিন্টু, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আসক ফাউন্ডেশন মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক ফরিদ হোসেন, কোষাধ্যক্ষ নূরুল হক সর্দার, মানবকল্যান সংগঠন মাদারীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা ও মানবাধিকার কর্মী সোহাগ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম পলাশ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ ইমদাদুল হক মিলন। এসময় উক্ত সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সিএনএন বাংলা টিভির সাংবাদিক এস,এম আজহার হোসেন, প্রচার সম্পাদক ও দৈনিক কালবেলার সাংবাদিক সৈয়দ রাকিবুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য ও আমার দেশ পত্রিকার সাংবাদিক শাহরিয়ার তুহিন, মফিজুল ইসলাম সৌরভ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা মোঃ বিপ্লব শরীফ, সাংবাদিক নাহিদ তালুকদার, ইসমাইল হোসেন হৃদয় সহ অন্যান্য সাংবাদিক ও সুধী বৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি উপ-সচিব জনাব হাবিবুল আলম বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা দেশের অন্যতম একটি বৃহৎ সাংবাদিকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়, দেশ ও জাতির স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার শক্তিশালী প্লাটফর্ম, এখানে আমাকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য মাদারীপুর জেলা কমিটির সাংবাদিক নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। তিনি আরো বলেন, দেশ ও জাতির স্বার্থে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হিসাবে সাংবাদিকদের অনেক দায়িত্ব রয়েছে, বস্তুনিষ্ঠ সাংবাদিকার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, হলুদ সাংবাদিকতাকে পরিহার করতে হবে, মাদারীপুর পৌরসভা প্রশাসক হিসাবে পৌরবাসির নানাবিধ সমস্যা নিরসনে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের শতকোটি টাকার প্রস্তাবনা রয়েছে, যার মধ্যে প্রায় ১০০ কোটি টাকার অত্যানুধিক পদ্ধতিতে ময়লার ভাগাড় ডাম্পিং ষ্টেশন করা হবে, যেখান থেকে ময়লা ডাম্পিং এর পরে গ্যাস রুপান্তরিত হবে। আপনারা সরকারের জনবান্ধব সব কাজের নিউজগুলোও জাতির সামনে তুলে ধরবেন। এসময় তিনি জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীরকে সবাইকে সাথে নিয়ে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করে বলেন, তার মতো একজন বস্তুনিষ্ঠ ও মেধাবী সাংবাদিক কেন্দ্রীয় কমিটিতে যথাযথ মূল্যায়িত হয়েছেন, যেটা মাদারীপুরের সকল সাংবাদিক ও সর্বস্তরের মানুষের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
অত্র অনুষ্ঠানের অত্যন্ত একটি সুন্দর আয়োজনের জন্য এসময় বিশেষ অতিথি মাদারীপুর জজকোর্টের অত্যন্ত বিজ্ঞ আইনজীবি জিপি ও পিপি যথাক্রমে- গুলজার আহম্মেদ চিশতী ও শরীফ মোঃ সাইফুল কবীর সহ অন্যান্য বক্তারা প্রধান অতিথি জনাব হাবিবুল আলম, কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শরীফ ফায়েজুল কবীর সহ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকবৃন্দ, মানবাধিকার কর্মী, সুধীবৃন্দ ও কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনুষ্ঠান শেষে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন, মাদারীপুরের দৈনিক ইত্তেফাকের প্রয়াত সিনিয়র সাংবাদিক শাহজাহান খান, মাদারীপুর জেলা শাখার সাধরণ সম্পাদক ইমদাদুল হকের মরহুম পিতা ডাঃ সিরাজুল হক সর্দার, অত্র সংস্থার মাদারীপুর জেলা শাখার সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মরহুম ফোরকান আহম্মেদ, মরহুম সাংবাদিক ফারুক খান চুন্নু, মরহুম সাংবাদিক আলী আকবর খোকা সহ প্রয়াত সবার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে নবনির্বাচিত সাংগঠনিক সচিব ও মাদারীপুর জেলা শাখার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীর।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড