ইবনে আলী সরকার,সৈয়দপুর প্রতিনিধিঃ
নিয়োগ বাণিজ্য, শিক্ষকদের এমপিওভুক্তির খরচের নামে অর্থ আদায়, প্রতিষ্ঠানের আয় লায়ন্স ক্লাবে ব্যবহার, প্রতিষ্ঠানের গাড়ী ব্যক্তিগতকাজে ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠেছে নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শফিয়ার রহমানের বিরুদ্ধে। এ ছাড়া তার বিরুদ্ধে সভাপতি হওয়ার পর থেকে নিয়মনীতিকে তোয়াক্কা না করে প্রতিমাসে ৭০ হাজার টাকা বেতন নেওয়া, প্রতিষ্ঠানের অর্থ লোপাটের অভিযোগ তুলেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা। গতকাল রোববার দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন ওই শিক্ষকরা।
অভিযোগে সূত্রে জানা যায়, সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শফিয়ার রহমান দায়িত্ব গ্রহনের পর থেকে প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি শুরু হয়েছে। গত ৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের সভাপতি বরাবের শিক্ষক ফোরামের পক্ষ থেকে প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি বন্ধে লিখিতভাবে দরখাস্ত দেওয়া হয়। কিন্তু তিনি তা আমলে না নিয়ে শিক্ষকদের বিরুদ্ধে শোকজ নোটিশ ও ২ জন সিনিয়র শিক্ষককে কর্মস্থলে না আসার মত স্বৈরাচারী পদক্ষেপ গ্রহণ করেন। এমনকি বহিরাগত লোকজন ডেকে শিক্ষকদের লাঞ্চিত করার চেষ্টা চালান। তাঁর এমন ঘটনায় সকল শিক্ষক-শিক্ষিকা এর প্রতিবাদ করেন।
পরে তারা সভাপতি শফিয়ার রহমানের অনিয়ম-দুর্নীতি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূর-ই-আলম সিদ্দিকী বরাবরে লিখিত অভিযোগ দেন। অভিযোগে নিয়ম বহির্ভূতভাবে প্রতি মাসে সভাপতি ৭০ হাজার টাকা বেতন গ্রহণ, নিয়োগ বাণিজ্য, এমপিভুক্তির খরচের নামে প্রতি শিক্ষকের কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়া, প্রতিষ্ঠানের গাড়ি ব্যক্গিত কাজে ব্যবহার করা ও বিভিন্ন অজুহাতে প্রতিষ্ঠানের অর্থ নয়ছয় করাসহ অনিয়মের ১১টি অভিযোগ উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগ তদন্ত করে সভাপতি অনিয়ম-দুর্নীতির প্রতিকার কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষক-শিক্ষিকারা।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির বর্তমান দায়িত্বপ্রাপ্ত (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মসিউর রহমানকে শিক্ষক-কর্মচারীগণের আর্থিক সুবিধা ও প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম দূরীকরণ প্রসঙ্গে শিক্ষকদের উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান এর বিষয়ে সৈয়দপুরের আলো প্রশ্ন করলে তিনি ভিন্ন কথা বলেন, শিক্ষকদের আমরা অনুরোধ করছি আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আজ আমারা একটি শিক্ষকদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছি।শিক্ষকদের সাথে আজ কথা বলে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।
বর্তমানে বিদ্যালয়ে সহপতিকে চেয়ারম্যান সম্মোধন এবং তাকে প্রতিষ্ঠান হতে বেতন প্রদানের বিষয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ও বার বার বিষয়টি এড়িয়ে যান তিনি।
এ বিষয়ে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির শফিয়ার রহমান এর সাথে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড