কালীগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার,কালিগঞ্জ উপজেলায় কৃষকেরা একই জমিতে মৎস্য চাষ এবং ভেড়িতে ফসল চাষ করে উৎপাদন করছে লক্ষ লক্ষ টাকার কৃষি পণ্য। একদিকে যেমন বাড়ছে কৃষকদের মাথাপিছু আয়,অন্যদিকে ঘাটতি মেটাচ্ছে দেশের কৃষি পণ্যের।
কালিগঞ্জ উপজেলার ফতেপুর, বিষ্ণুপুর, বালিয়াডাঙ্গা,পাওখালি,বাগবাটি, পাইকাড়া, কাজলা, কাশিবাটি, ভদ্রখালি সহ বিভিন্ন জায়গায় কৃষকরা ভেড়িতে চাষ করে উৎপাদন করছে তরমুজ, ঢেঁড়স,লালশাক,সাদাশাক,বরবটি,চিচিঙ্গা , কুমড়া,লাউ।
কৃষকদের সাথে যোগাযোগ করে জানা যায়, দুই বিঘা জমিতে তরমুজ চাষ করে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার তরমুজ বিক্রি করেছে চলতি মৌসুমে। এছাড়াও ঢেঁড়স, কুমড়া,বরবটি চাষ করে ত্রিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দিঘাপতী বিক্রি হয়েছে। ফসল চাষ ছাড়াও মাছ চাষ করে উৎপাদিত হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। এসব চাষ করে আর্থিক স্বাবলম্বী হয়েছে কালীগঞ্জ উপজেলার অনেক কৃষক।
স্থানীয়ভাবে উৎপাদিত ফসল এলাকার শুধু এলাকার চাহিদা মেটাচ্ছে তা নয়, এগুলো বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিশেষ করে উৎপাদিত কুমড়া কালিগঞ্জ থেকে নিয়ে বিক্রি করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। উৎপাদিত কাঁচামাল গুলো বিক্রি করার জন্য এলাকায় গড়ে উঠেছে অস্থায়ীভাবে রাস্তার পাশে কিছু দোকানপাট। ফলে বিষক্রিয়া মুক্ত এই পণ্যগুলো মানুষ সংগ্রহ করছে অস্থায়ী দোকান থেকে। ফলে কালিগঞ্জ উপজেলাকে সবুজ ফসলের এবং মাছ চাষের মডেল হিসাবে স্থাপন করেছে উপজেলার কৃষকগণ। যদি সরকারি সাহায্য -সহযোগিতা পাওয়া যায় তবে আগামীতে আরও বেশি প্রসারে এই ধরনের চাষাবাদ করতে পারবে বলে মনে করে কৃষকগণ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড