
তৃপ্তি সরকার,ষ্টাফ রিপোটারঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকায় ইজিবাইক চালক মো. সোবাহান খলিফাকে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, রায়ের সময় আসামি রুবেল হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি আ. রহমান ফরাজী ওরফে মিন্টু ফরাজী এবং কেন্নান খান পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাড়ি থেকে অটো নিয়ে বের হন ইজিবাইক চালক সোবাহান খলিফা। পরদিন সকাল সোয়া ৭টার দিকে শ্রীরামপুর এলাকায় আমড়া গাছের নিচে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে আল মামুন নলছিটি থানায় মামলা দায়ের করেন।
প্রাথমিক তদন্তে নলছিটি থানার এসআই মফিজুর রহমান তথ্য-প্রযুক্তি ও সিসি টিভি ফুটেজের সহায়তায় তিন আসামিকে শনাক্ত করে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা পরবর্তীতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে ২০২৩ সালের ২৮ মার্চ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর একই বছরের ২৫ জুলাই দণ্ডবিধির ৩০২/২০১/৩৭৯/৩৪ ধারায় চার্জ গঠন করে আদালত।
দীর্ঘ শুনানি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহেব হোসেন বলেন, প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা সম্ভব হয়েছে। আদালত ন্যায়সঙ্গত রায় দিয়েছেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান ও অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন বলেন, আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।