প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১:৪৯ অপরাহ্ণ
গাজীপুরে নিজমাওনা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন
বিশেষ প্রতিনিধিঃ
দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে, শ্রীপুর উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গাজীপুর জেলার শ্রীপুরে নিজ মাওনা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকাল এগারোটায় সততা স্টোর উদ্বোধন করা হয় ।
শিশুদের মধ্যে নৈতিক চর্চা বৃদ্ধি ও সততাকে মানুষের মন থেকে শ্রদ্ধা করে জীবন গঠনে উৎসাহিত করার জন্যই দুর্নীতি দমন কমিশন এ ধরণের স্টোর বিভিন্ন স্কুলে স্কুলে পৌছে দিচ্ছে। দুর্নীতি দমন কমিশনের পক্ষ হয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলো কাজ পৌছে দিচ্ছে বিভিন্ন বিদ্যালয়ে।
সততা স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, এদেশে এ ধরণের চর্চা নতুন মনে হলেও বহুদিন থেকে উন্নত বিশ্বে এই চর্চা হয়ে আসছে । যখন আমরা শুদ্ধ হতে পারবো তখনই কেবল আমাদের উন্নত পরিচয় মানুষ জানবে ।
সভাপতির বক্তব্যে সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদ হাসান বলেন সৎ কাজ করলে মানুষ মনে রাখে আর অসৎ কাজ করলে মানুষ ঘৃণা করে । তোমাদেরকেই বেছে নিতে হবে তোমরা কোন কাজটি করবে ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নিজ মাওনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু ছায়েম, চকপাড়া পুলিশ ফারির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মোঃ আয়ুবুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মকবুল হোসেন, স্কুলের দাতা পরিবারের সদস্য গণ ও প্রায় তিন শতাধিক শিক্ষার্থী
সভা শেষে স্কুলের প্রাঙ্গণে সকলে মিলে সততা স্টোর উদ্বোধন করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত