চলনবিল প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ-৩ আসনটি রায়গঞ্জ-তাড়াশ-সলংগা নিয়ে গঠিত। এই আসনে স্বৈরাচার এরশাদের পতনের পর ১৯৯১ সালে মরহুম আব্দুল মান্নান তালুকদার ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত হন। তিনি বিএনপি’র অবিসংবাদিত দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হিরণ্ময় নেতৃত্বে এই আসনে ব্যাপক উন্নয়ন করেন,পরবর্তীতে ১৯৯৬ সাল,২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়নে ধানের শীষ প্রতীকে তিনি এমপি নির্বাচিত হন।মরহুম আব্দুল মান্নান তালুকদার দীর্ঘদিন এমপি থাকার কারণে এই আসনে রাস্তাঘাট,ব্রীজ,কালভার্ট সহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হওয়ায় তার জনপ্রিয়তা আকাশচুম্বি হয়। কিন্তু তিনি গত ১৮ জুলাই/২০২৫ ইন্তেকাল করেছেন। যার কারণে এই আসনটিতে বিএনপি’র মনোনয়নে এমপি হতে অনেকেই ইচ্ছা পোষন করেন বা মনোনয়ন প্রত্যাশী হয়ে জনসংযোগ শুরু করেছেন।
তাদের মধ্যে আছেন ৯০’এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক,চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রী কলেজের তিনবারের সাবেক ভিপি,আওয়ামীলীগ আমলে বিপুল ভোটে নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান,রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক,সিরাজগঞ্জ জেলা বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,বার বার কারা নির্যাতিত ১০/১৫ টি রাজনৈতিক মামলার আসামী মাঠে ছাত্রদল,যুবদল ও বিএনপির দায়িত্ব পালন করা ভিপি আইনুল হক মনোনয়ন প্রত্যাশী হয়ে জনসংযোগ করে চলেছেন।
অপরদিকে আধুনিক রায়গঞ্জ-তাড়াশ-সলংগার উন্নয়নের রুপকার,সিরাজগঞ্জ-৩ আসনে চার চার বার নির্বাচিত সাবেক এমপি ২০০১ সালের সংসদ নির্বাচনে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা মোঃ নাসিমকে হারিয়ে দিয়ে প্রমাণ
করেন রায়গঞ্জ-তাড়াশ-সলংগার সাধারণ মানুষ বাইরের কোন প্রার্থীকে গ্রহণ করে না। প্রয়াত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের সুযোগ্য সন্তান ২৪ সালের সংসদ নির্বাচনের পূর্বে গ্রেফতারকৃত নেতাদের পাশে থেকে ব্যাপক আর্থীক সহযোগিতাকারী,যুক্তরাষ্ট্র যুবদলের সাংস্কৃতিক সম্পাদক,সিরাজগঞ্জ জেলা বিএনপি’র অন্যতম নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন এই আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হয়ে জনসংযোগ করে চলেছেন।
অন্যদিকে দীর্ঘদিন তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন,জিকেএস ফাউন্ডেশনের প্রতিষ্টাতা,কারা নির্যাতিত নেতা খন্দকার সেলিম জাহঙ্গীর এই আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হয়ে জনসংযোগ করে চলেছেন।
আবার তাড়াশ উপজেলা ছাত্রদলের সভাপতি,স্বৈরাচার এরশাদবিরোধী ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক,তাড়াশ উপজেলা যুবদলের সভাপতি,তাড়াশ উপজেলা বিএনপি’র তিন তিনবার সাধারণ সম্পাদক,তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা স ম আফসার আলী এই আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হয়ে জনসংযোগ করে চলেছেন। এছাড়া আরও অনেক স্থানীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হয়ে জনসংযোগ করে চলেছেন।
রায়গঞ্জ-তাড়াশ-সলংগায় ধানের শীষের উর্বর ভুমিতে স্থানীয় এত বর্ণাঢ্য ক্যারিয়ার সম্পন্ন রাজনৈতিক নেতা এমপি মনোনয়নের প্রত্যাশায় থাকলেও সুদূর বেলকুচি থেকে রাকিবুল করিম খান পাপ্পুকে ভাড়াটিয়া হিসেবে নিয়ে এসে কার স্বার্থে কোন লোভে সিরাজগঞ্জ জেলা বিএনপি রায়গঞ্জ-তাড়াশ-সলংগার মানুষের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে জনগন তা জানতে চায়।দীর্ঘ ১৫/১৬ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে রায়গঞ্জ-তাড়াশ-সলংগার মাটিতে এক সেকেন্ডের মিটিং মিছিলের চিহ্ন নাই অথচ এখন সকল মনোনয়ন প্রত্যাশীদের পাপ্পুকে নিয়ে মিটিং ও পূজা পরিদর্শনের ফরমান জারি করেছে জেলা বিএনপি,যা স্থানীয় প্রার্থীরা ঘৃণাভরে প্রত্যাখান করেছে।পাপ্পুকে মনোনয়ন দিলে এই আসন হাত ছাড়া হয়ে যেতে পারে বলে মনে করেন সচেতন মহল। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গনতন্ত্র পুনঃপ্রতিষ্টার এই মাহেন্দ্রক্ষণে গনতন্ত্রের পবিত্র প্রতীক ধানের শীষ স্থানীয় মনোনয়ন প্রত্যাশীদের হাতে তুলে দিলে এমপি হওয়ার নিশ্চয়তা শতভাগ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড