পার্বতীপুর প্রতিনিধিঃ
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাট, রাঙ্গামাটি বাজার, উত্তর রঘুনাথপুর বুদার মোড়, ডগরাপাড়া মাদ্রাসা মোড়, মেলাবাড়ী বাজার, লালদিঘী বাজার ও পুটকিয়া মোড়ে এসব কর্মসূচি পালিত হয়।
গণসংযোগ চলাকালে এস এম জাকারিয়া বাচ্চু ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, বিএনপি নেতা মাহফুজার রহমান মানিকসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন। তারা দোকানপাট, চা-স্টল ও সাধারণ মানুষের কাছে প্রার্থীর পক্ষে সমর্থন চান।
গণসংযোগে এস এম জাকারিয়া বাচ্চু বলেন, আমরা জনগণের নেতা নয়, জনগণের সেবক হতে চাই। জনগণ যদি আমাকে সুযোগ দেন তবে দিনাজপুর-৫ আসনকে আধুনিক, পরিবেশবান্ধব ও দুর্নীতি-চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকায় রূপান্তরিত করবো। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করবো। ধানের শীষে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ ও জনকল্যাণে কাজ করার সুযোগ দিন।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর ধারাবাহিক গণসংযোগ ও উঠান বৈঠক সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়দের প্রত্যাশা, তিনি যদি দলের মনোনয়ন পান এবং নির্বাচিত হন তবে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন। তার সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ ও সমস্যার খোঁজখবর নেওয়া ইতিমধ্যেই মানুষের মধ্যে আস্থা ও আশার সঞ্চার করেছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড