ঘাটাইল প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে টাঙ্গাইলের ঘাটাইলে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় ঘাটাইল থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করে ঘাটাইল থানা পুলিশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফৌজিয়া হাবিব খান। সভার সভাপতিত্ব করেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মীর মোশারফ হোসেন।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও স্বেচ্ছাসেবক টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে পুলিশকে তাৎক্ষণিক অবহিত করার পরামর্শ দেওয়া হয়।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় সে জন্য পুলিশ সবসময় জনগণের পাশে থাকবে।”
সভাপতির বক্তব্যে ওসি মীর মোশারফ হোসেন বলেন, “ঘাটাইল থানা থেকে প্রতিটি পূজা মণ্ডপে টহল ব্যবস্থা জোরদার করা হবে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের সহযোগিতায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ঘাটাইল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড