কালীগঞ্জ প্রতিনিধিঃ
কালীগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মানববন্ধন র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংঘাত নয় শান্তি ও সম্প্রীতি বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে দি হ্যাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় কালিগঞ্জ উপজেলা পিস ফ্যাসিলিটিটর পিএফজি গ্রুপ ও ইউথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এর আয়োজনে কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে রবিবার ২১ সেপ্টেম্বর বেলা ১১ টায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করে। কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পি এফ জি গ্রুপের এম্বাসেডর ও কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ সাইফুল বারী সফু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পিএফজি গ্রুপের সদস্য উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপজেলা পি এফজি গ্রুপের সদস্য এডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ও পিএফজি গ্রুপের সাবেক এম্বাসেডর ইলাদেবী মল্লিক, পিএফজি গ্রুপের সদস্য শিক্ষিকা কনিকা সরকার, সাংবাদিক এস এম আহমাদুল্লাহ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পিএফজি গ্রুপের কো-অর্ডিনেটর সুকুমার দাশ বাচ্চু। বক্তারা বলেন প্রতিবছর একুশে সেপ্টেম্বর সারা বিশ্বে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়। ১৯৮১ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে একুশে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে উদযাপনের ঘোষণা করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপনকে গুরুত্বপূর্ণ বিষয় বক্তব্য তুলে ধরেন ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড