কালীগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শনিবার, ২০ সেপ্টেম্বর উপজেলার ৩০জন সুবিধা বঞ্চিত ও উপকারভোগ থেকে দূরত্বে থাকা নারী/পুরুষের মাঝে আম,কাগজি লেবু, সুপারি ও পেয়ারার চারা বন্টন করা হয়। ছাড়া রোপন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন।
পুলিশ কর্মকর্তা তদন্ত হারুনুর রশিদ মৃধা, শেখ সাদিকুর রহমান, আহাদুজ্জামান আহাদ, মো. জেহের আলী, শেখ আব্দুর রহমান, সোহরাব হোসেন সবুজ, শেখ শরিফুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম সহ বিভিন্ন পত্রিকার উপজেলা ও বিশেষ প্রতিনিধির কর্মসূচিতে বেলা ১১ টায় প্রচন্ড তাপদাহ আর বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল প্রধান অতিথি হিসেবে স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বেলা ১১ঃ৩০টার দিকে চারা বিতরণকালে এই কাজকে মহৎ উদযোগ বলে অভিহিত করেন ইউএনও অনুজা। তার বক্তব্যের শুরুতে বলেন যে কাজটি উপজেলা কর্তৃপক্ষের দায়ভার ছিল সেই কাজটি সাংবাদিকবৃন্দ করছে। এটি সত্যিই প্রশংসার দাবি রাখে।
চার পদের চারটি গাছ পেয়ে খুশি হয়ে উপকারভোগীদের মধ্যে আসমা খাতুন, বিলকিস পারভীন, খান আব্দুর রহমান, খান আব্দুল কুদ্দুসসহ অনেকেই বলেন আমাদের সামান্য পরিমাণ জায়গা আছে। তবু আমরা গাছ লাগানোর প্রতি আগ্রহী। রিপোর্টার্স ক্লাব আমাদের গাছ দিয়ে যে উপকার করেছে আমরা চেষ্টা করব গাছগুলোকে যত্নসহকারে পরিচর্যা করতে।
চারা বিতরণ শেষে সাংবাদিকদের সাথে ইউএনও অনুজা মন্ডলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক ও সাংবাদিক আবু হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে নিয়াজ কওছার তুহিন রিপোর্টার্স ক্লাবের ভালো কাজের তথ্যচিত্র তুলে ধরেন। তিনি বলেন ২০০৭ সালে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতেই রিপোর্টার্স ক্লাবের জন্ম। রিপোর্টার্স ক্লাব জন্ম লগ্ন থেকেই অন্যায়ের প্রতিবাদ করে আসছে। সাংবাদিকদের কার্যক্রমকে আরো বেগবান করতে প্রেসক্লাবসহ কালিগঞ্জের সাংবাদিকদের সব ধরনের প্লাটফর্মকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। আরো বলেন আগামী দিনে আমরা রিপোর্টার্স ক্লাব উপজেলা প্রত্যেকটি ভালো কাজে এগিয়ে এসে সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে চায়।
হারুনুর রশিদ মৃধা (তদন্ত) পুলিশ কর্মকর্তা বলেন গাছের বিকল্প নেই। আমি নিজেও গাছকে ভালোবাসি। গাছ যেমন অক্সিজেন দিয়ে পরিবেশকে নির্মল করে কার্বন ডাই অক্সাইড নিজের মাঝে সংরক্ষণ করে বৈশ্বিক আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে। রিপোর্টার্স ক্লাবেরই উদ্যোগকে সাধুবাদ জানাই।
প্রধান অতিথির বক্তব্যে অনুজা মন্ডল বলেন আমাদের সমাজকে বিনির্মাণে চাটুকারিতা পরিহার করতে হবে। তিনি বলেন সাংবাদিকরাই প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চোখ। তাদের চোখ দিয়েই প্রশাসন ভালো কিছু করতে পারে। তিনি সাংবাদিকদের মাঝে দূরত্ব কে এড়িয়ে একই প্লাটফর্মে এসে একে অপরের সাথে সহযোগিতাপূর্ণ কাজ করার আহ্বান জানান। তিনি বলেন সাংবাদিক হোক, শিক্ষক হোক, প্রশাসন হোক প্রত্যেকের একই দায়বদ্ধতা- সমাজকে বিনির্মাণে এগিয়ে আসা। সুতরাং আমরা যদি একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ রেখে কাজ করি তবেই আমাদের এই কালীগঞ্জ আধুনিক কালিগঞ্জ হিসেবে গড়ে উঠবে। সর্বোপরি রিপোর্টার্স ক্লাবের গাছ বিতরণের মতো আরও ভালো কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানে মতবিনিময় ও সাংবাদিক পরিচিতি পর্ব, সমাপনী বক্তব্য ও মিষ্টান্ন বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড