সৈয়দপুর প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলার প্রধান আসামি মোকছেদ আলী প্রামানিক (৫৬) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সৈয়দপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২৯ আগস্ট দুপুরে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী তহশীলদারপাড়া গ্রামে নিজ বাড়িতে প্রতিবেশী শিশুটিকে ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করেন মোকছেদ আলী। শিশুটিকে ২০ টাকা দিয়ে কাউকে কিছু না বলতে হুমকি দেন তিনি। পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে।
ঘটনার পর ভুক্তভোগী শিশুর বাবা ১ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণে গড়িমসি হওয়ায় এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ নিয়ে একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও হয়।
অবশেষে বুধবার রাতে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে মোকছেদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে অংশ নেয় সৈয়দপুর থানা পুলিশ, র্যাব-২ (মোহাম্মদপুর) এবং র্যাব-১৩ (রংপুর)। অভিযানের নেতৃত্ব দেন সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) সুভাষ চন্দ্র রায়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ওসি মো. আব্দুল ওয়াদুদ বলেন,দীর্ঘদিন ধরেই আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছিল। অবশেষে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড