বজলুর রহমান,শিবচর মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার নবনির্বাচিত আহবায়ক কমিটির পক্ষ থেকে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় শিবচর পৌর এলাকার স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক জনাব শাহাদাত হোসেন খান (কমিশনার)।
সভায় বক্তব্য রাখেন আহবায়ক শাহাদাত হোসেন খান। তিনি বলেন,শিবচর উপজেলা বিএনপিকে বেগবান ও শক্তিশালী করার জন্য আমরা রাত-দিন কাজ করে যাচ্ছি। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি। এই কমিটি শিবচরের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে।"
এরপর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব সোহেল রানা। তিনি বলেন,
"গত ১৬ বছর আমরা নির্যাতিত ও অবহেলিত ছিলাম। এ সময়ে শিবচরে বিএনপির কোন সভা-সমাবেশ বা মিছিল করার সুযোগ পাইনি। নয় বছর পর আজ নতুন করে উপজেলা কমিটি গঠন হয়েছে। এখন আমাদের লক্ষ্য হলো জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে সুসংগঠিত করা এবং দলের শক্তি বৃদ্ধি করা। আমরা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করবো।"
তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি শুরু করে দীর্ঘ ৩৩ বছরের রাজনৈতিক জীবনে আজ তিনি শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব হওয়ার দায়িত্ব পেয়েছেন। এ জন্য তিনি দলের সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বিএনপির যুগ্ম আহবায়ক, সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণমাধ্যম কর্মীরা শিবচরের রাজনৈতিক প্রেক্ষাপট, দলের কার্যক্রম ও স্থানীয় উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে তাদের জবাব দেওয়া হয়।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন নবনির্বাচিত কমিটির নেতারা।এ সময় বিএনপিকে আরও সুসংগঠিত করতে গণমাধ্যমের ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড