সৈয়দপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অসহায় বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার মোমিনপুর ইউনিয়নের পার্বতীপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের যশাই মোড় বটতলা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। সেখানে ট্রাক্টর ও ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয় এবং তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ঘটনাস্থলে এসে ভ্যান চালককে গুরুতর অবস্থায় দেখতে পায়। নিহত ভ্যানচালকের পরিচয় জানা গেছে তিনি হয়বৎপুর যশাই মোড়ের মৃত আহাম্মদ হোসেনের পুত্র সামসুদ্দীন (৫৪)। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত সামসুদ্দীন এবং তাঁর স্ত্রী জাহানারা(৫০) তাদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলমের বাড়ি থেকে জরুরী কাজ সেরে ভ্যান নিয়ে সড়কে নামতেই এই দূর্ঘটনার শিকার হন। এলাকাবাসী অবস্থা বেগতিক দেখে পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে ভ্যান যোগে পাঠিয়ে দিলে সড়কপথেই মৃত্যুবরণ করেন অসহায় ঐ বৃদ্ধ ভ্যানচালক। এসময় ভ্যানে তার সাথে থাকা স্ত্রীও আহত হন। অপরদিকে দূর্ঘটনার সম্মুখীন হওয়া ট্রাক্টরটি স্থানীয় জনতা অবরুদ্ধ করে রাখার পরে মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের নিকট হস্তান্তর করে বলে জানিয়েছে এলাকাবাসী। ট্রাক্টরের মালিক একই এলাকার মৃত আফাতউল্লাহ এর ছেলে বকুল হোসেন (৪৮) বলে জানা গেছে।
এ ব্যাপারে মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, এ পর্যন্ত মালিকপক্ষ আমার সাথে এসে যোগাযোগ না করায়, ট্রাক্টররটি আপাতত ইউনিয়ন পরিষদের হেফাজতে রয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড