দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরলে চৌধুরী ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন চন্দ্র সরকারের বিরুদ্ধে অর্থের বিনিময়ে গোপনে চারজন চতুর্থ শ্রেণির কর্মচারীকে নিয়োগসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
ক্ষমতার ব্যবহার করে নিয়োগ বানিজ্যসহ প্রতিষ্টানের নামে চাকুরী দেওয়ার কথা বলে ১৩শতক জমি দলিল করে নেয় এক অসহায় ব্যক্তির কাছ থেকে। আজ পযর্ন্ত জমির সমপরিমাণ অর্থ ও চাকুরী কোন খবর নেই। দাড়ে দাড়ে ঘুরেও কোন সমাধান পায় নাই ঔ অসহায় ব্যক্তি। চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগসহ জমির বিনিময়ে নিয়োগ দেওয়ার কথা বলে প্রতারণা করেন জমিদাতার সঙ্গে প্রধান শিক্ষক।
চতুর্থ শ্রেণির চারটি নিয়োগে ৪০/৫০ লক্ষ্য টাকা হাতিয়ে নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের দোসর প্রধান শিক্ষক পুলিন চন্দ্র সরকার।
গত ২০২২ সালে ২৬ জুলাই চতুর্থ শ্রেণির চারটি নিয়োগ দেন প্রধান শিক্ষক পুলিন চন্দ্র সরকার। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণ হলো- ১/রাজকুমার সরকার,অফিস সহায়ক ২/ শ্রীকান্ত সরকার নৈশ প্রহরী, ৩/ অল্পনা রানী পরিছন্নতা কর্মী, ৪/ জয়া রাণী,আয়া পদে।
এ বিষয়ে কথা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ রাবেয়া খাতুন এর সাথে তিনি বলেন অভিযোগ পেলে আমার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।
ব্যাপক অর্থ আত্মসাৎ করেও একে অপরকে বাঁচাতে প্রধান শিক্ষক আর সভাপতি নিয়ম নীতির তোয়াক্কা না করে রয়েছেন বহাল তবিয়তে। সুষ্ঠু তদন্ত করে টাকার বিনিময়ে নিয়োগ দ্রুত বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড