ভোলা প্রতিনিধিঃ
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এবং চরফ্যাশনের সন্তান, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম নয়ন আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তার নির্বাচনী এলাকায় তিন দিনের সফরে আসছেন।
চরফ্যাশন উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, সফরের সময় নুরুল ইসলাম নয়ন স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন, বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নেবেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন। চরফ্যাশন পৌরসভা বিএনপি'র সাবেক সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক প্রিন্স মহাজন জানান, নূরুল ইসলাম নয়ন ভাই এই সফরের মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের উজ্জীবিত করবেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। এছাড়া তিনি এলাকার সমস্যা সম্পর্কে খোঁজখবর নেবেন এবং চরফ্যাশন বিএনপিকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
এদিকে, মোহাম্মা নূরুল ইসলাম নয়নের সফরকে কেন্দ্র করে চরফ্যাশন ও মনপুরা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা তাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড