বজলুর রহমান, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
জুলাই অভ্যুত্থানের শহীদ, বিএনপির প্রয়াত নেতৃবৃন্দ এবং শিবচরের বিশিষ্ট প্রয়াত ব্যক্তিবর্গের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো শিবচর উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি।
আজ সোমবার ১৫ সেপ্টেম্বর সকালে বাহাদুরপুর পীর মঞ্জিল কবরস্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত নেতৃবৃন্দ শ্রদ্ধাভরে কবর জিয়ারত করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
কবর জিয়ারতে অংশ নেন নবগঠিত শিবচর উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খান এবং সদস্য সচিব সোহেল রানা। এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জিয়ারতকৃত প্রয়াত ব্যক্তিদের মধ্যে ছিলেন—
হাজী শরিয়তুল্লাহর বংশধর, প্রখ্যাত সাংবাদিক মোতাহার হোসেন সিদ্দিকী, বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান ঠান্ডু চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা মিঠু চৌধুরী, সাবেক সভাপতি হাজী আব্দুর রশিদ মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খালেক মৃধা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিপন মুন্সী এবং জুলাই অভ্যুত্থানের শহীদ শেখ হৃদয় আহমেদ শিহাব।
এ সময় আহবায়ক শাহাদাত হোসেন খান বলেন,
"আজকের এই কর্মসূচি শুধু একটি সূচনা নয়, বরং শিবচর উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার অঙ্গীকার। আমরা প্রয়াত নেতৃবৃন্দের আদর্শ ও ত্যাগকে স্মরণ রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অবিচল থাকব।
উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মৎসজীবী দল, কৃষকদল, তাতীদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এই কর্মসূচির মধ্য দিয়ে শিবচর উপজেলা বিএনপির নবগঠিত কমিটি তাদের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড