ভোলা প্রতিনিধিঁ
ভোলার মনপুরায় মারধরের শিকার হয়ে বিচার না পেয়ে আব্দুল খালেক (২২) নামের এক জেলে বিষপানে আত্মহত্যা করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে, স্থানীয় এক জেলের মারধরের শিকার হয়ে বিচার না পেয়ে গেল ৪ সেপ্টেম্বর সকালে নিজ বাড়িতে আত্মহত্যার উদ্দেশ্যে কীটনাশক পান করেন খালেক। এরপর টানা ৪ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তিনি মারা যান। খালেক মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেল্লাল মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় আব্দুর রব ওরফে রবু মাঝির নৌকায় দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করতেন খালেক। শারিরীক অসুস্থতার জন্য কয়েকদিন মাছ ধরতে না যাওয়ায় গেল ২ সেপ্টেম্বর মঙ্গলবার রবু মাঝির ছেলে আশিক ও ইব্রাহিম খালেককে বেধড়ক মারধর করেন। মারধরে সে জ্ঞান হারালে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
খালেকের বড় ভাই চ্যানেল ভোলাকে জানান, খালেককে মারধরের পর আমরা কয়েক জায়গায় বিচারের জন্য যাই। কিন্তু, কেথায়ও বিচার না পেয়ে খালেক লোকলজ্জায় আত্মহত্যার জন্য কীটনাশক পান করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন। এরপর টানা ৪ দিন আইসিইউতে থাকার পর সোমবার রাতে খালেকের মৃত্যু হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর চ্যানেল ভোলাকে বলেন, ঘটনাটি শুনেছি। তবে, পরিবারের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড