প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৭:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৩:৩৫ অপরাহ্ণ
গাইবান্ধায় মুক্ত মানব বন্ধন মঞ্চের উদ্বোধন
গাইবান্ধা প্রতিনিধিঃ
আনন্দ বিনোদন মানুষের শুধু মন ভাল রাখেনা, মানসিক শান্তি ও প্রশান্তির অন্যতম মাধ্যম আনন্দ বিনোদন। ১১ সেপ্টেম্বর বিকেল বেলা প্রকৃতি যখন সৌন্দর্যের কাছাকাছি চলে আসে ঘাঘট নদীর পাড়ে সূর্যের যখন ডুবন্ত লাল আভা দেখা যাচ্ছিল তখনই উদ্বোধন করেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ গাইবান্ধার মুক্ত মানব বন্ধন মঞ্চ। মানব বন্ধন মঞ্চ উদ্বোধন করেই গাইবান্ধার জেলার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ প্রকৃতিকে আরও সৌন্দর্য রূপে দেখতে মুক্ত মঞ্চের সামনেই একটি বৃক্ষরোপণ করেন যার নাম কাঞ্চন। ঘাঘট নদীর পারে বিনোদন সাথে মুক্ত মঞ্চ এযেন গাইবান্ধার প্রকৃতিপ্রেমীদের জন্য প্রকৃতির তৈরি নদীর সাথে প্রকৃতির মেলবন্ধন ঘটল।গাইবান্ধা বাসীর জন্য আশীর্বাদ হয়ে রইল। মুক্তমঞ্চ ও বৃক্ষ রোপনের সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আব্দুল করিম , জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা জামায়াতের সেক্রেটারি জহুরুল হক,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহামিদুর রহমান দিবস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সায়হান আলী, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডল, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাজকুমার বিশ্বাস, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ অনিক, পলাশবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম,সাঘাটা উপজেলার নির্বাহী অফিসার সাঘাটা উপজেলার নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার এনডিসি সাব্বির আহমেদ, সহকারী কমিশনার আশরাফুল ইসলাম সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে গাইবান্ধা সদর উপজেলার কামাদজানি ইউনিয়নের কুনদারপাড়া চরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃমাহমুদ আল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে, ৯ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে চরের মানুষের জীবন মান উন্নয়নের কথা চিন্তা করে চরে ডিজিটাল ল্যাব, একটি স্কুল ভবন, একটি আশ্রয় কেন্দ্র, চিকিৎসা সেবা কেন্দ্র, ভূমি সেবা কেন্দ্র উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার শহরের মানুষের কথা চিন্তা করে পৌর শহরের ঘাঘট নদীর উপরেই মুক্ত মানব বন্ধন মঞ্চের উদ্বোধন করেন জেলা প্রশাসক উদ্বোধনের পরপরই জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তমঞ্চ টি প্রাণ ফিরে পায় গাইবান্ধা জেলার প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের আগমনের মধ্য দিয়ে। মুক্ত মঞ্চে গান গেয়ে মাতিয়ে তোলেন গাইবান্ধার গায়েনের ২০ জন শিল্পী ও গাইবান্ধার জন্ম নেওয়া জনপ্রিয় এটিএন তারকা তারকাদের তারকা রেজওয়ান, জনপ্রিয় কণ্ঠশিল্পী পুষ্পিতা, জনপ্রিয় সুরকার ও শিল্পী শিমুল। গাইবান্ধায় জন্ম নেওয়া এই তিনজন গুনি শিল্পীকেও সম্মান দিতে ভুলে যাননি জেলা প্রশাসক। তাদেরকে সম্মান সূচক সম্মাননা ক্রেস্ট তুলে দেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত