কালীগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার,কালিগঞ্জ উপজেলার,৭ নম্বর তারালী ইউনিয়ন পরিষদে আজ দুপুর ১২:০০ টায় মানব পাচার এবং মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সুযোগ্য থানা নির্বাহী অফিসার জনাব অনুজা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সহকারী ভূমি কমিশনার জনাব অমিত কুমার বিশ্বাস, সভাপতি পদ অলংকৃত করেন ৭ নাম্বার তারালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব কবির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন তারালী ইউনিয়ন পরিষদের মেম্বারগণ এবং বিভিন্ন গ্রাম থেকে আসা গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় অনুজা বলেন, মানব পাচারকারী এবং মাদক সেবনকারী সমাজের ঘৃণিত ব্যক্তি। মানব পাচারকারী এবং মাদক সেবনকারীদের কোন মতেই ছাড় দেয়া হবে না। এলাকার কোথায় কোথায় মাদক বিক্রি হয় সে সম্পর্কে তিনি তথ্য দিতে বলেন। যদি এলাকার কেউ মাদক সেবন করে তাদেরকে ধরিয়ে দেয়ার জন্য তিনি আহবান করেন। মাদক সেবনকারীদের ধরিয়ে দেয়ার জন্য তিনি নিজের ফোন নাম্বার দিয়ে বলেন, কোন ব্যক্তি যদি মাদক সেবনকারীদের তথ্য দিয়ে সহায়তা করে তবে অবশ্যই তাদের তথ্য গোপন রাখা হবে । তিনি আরো বলেন, যুবসমাজ মাদকের কোলে ঢলে পড়ে মাতা পিতার স্বপ্নকে ধুলিস্যাৎ করছে আর নষ্ট করছে নিজের ভবিষ্যৎ। তাই মাদকের প্রতি নিরন্তর সংগ্রাম চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।
বিশেষ অতিথি অমিত কুমার বলেন, মাদকের কারণে জাতি হারাচ্ছে একগুচ্ছ মেধাবী তরুণদের। আর মানব পাচার শুধু অপরাধই নয় একটি ঘৃণিত কাজ। মানব পাচারের কারণে দেশের শত শত মা তার সন্তানকে হারাচ্ছেন। তাই মানব পাচারকারী এবং মাদকবিরোধীদের দেশের কু- সন্তান হিসেবে অভিহিত করেন। এদেরকে ধরিয়ে দেয়া একটি সামাজিক কাজ বলে তিনি মনে করেন।
সভাপতির বক্তৃতায় জনাব কবির হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে যদি কেউ মানব পাচার এবং মাদকের সাথে জড়িয়ে পড়ে প্রমাণ পেলে তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়া হবে এবং যাতে কঠিন শাস্তি পায় তার জন্য সুপারিশ করা হবে। তিনি এলাকার সকলকে মানব পাচার এবং মাদক সেবনকারীদের তথ্য দেয়ার জন্য আহ্বান জানান।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড